১৫ আগস্টের ছুটি বাতিল

46
উপদেষ্টা পরিষদের বৈঠকে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়।

মঙ্গলবার (১৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সর্বসম্মতিতে  এ ছুটি বাতিল করা হয়।

 

শোক দিবসের ছুটির বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। ফাইল ছবি

বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীর দিন ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সরকারি ছুটি বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

সোমবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

জাতীয় শোক দিবসের ছুটি বাতিল করা হবে কি না- এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে।

 

পূর্বের খবরসালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেফতার
পরবর্তি খবরদেশে সাংবাদিক, গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনায় ৬ সংগঠনের উদ্বেগ