উপদেষ্টা পরিষদের বৈঠকে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়।
মঙ্গলবার (১৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সর্বসম্মতিতে এ ছুটি বাতিল করা হয়।
শোক দিবসের ছুটির বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সোমবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
জাতীয় শোক দিবসের ছুটি বাতিল করা হবে কি না- এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে।