আজ ২১ আগস্ট শিশির খানের জম্মদিন

148

ঢাকাঃ আজ ২১ আগস্ট শিশির খানের জম্মদিন। বিশিষ্ট মিডিয়া বাক্তিত্ব ও সাংবাদিক নেতা নিউজ ২১ বিডি ডট্নেটের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বাংলাদেশ অনলাইন মিডিয়া এ্যাসোসিয়েশন (বোমা)’র সভাপতি একেএম শরীফুল ইসলাম খান এবং মাহফুজা খানের কনিষ্ঠ পুত্র মোঃ তাহজুল ইসলাম খান শিশিরের আজ ১১ম জন্মবার্ষিকী।

No description available.

শিশির খান লোটাস মডেল হাই স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। এই উপলক্ষে টঙ্গিস্থ নিজ বাসভবনে দোয়া-মিলাদের

আয়োজন করা হয়েছে। তাহজুল ইসলাম খান শিশির সকলের কাছে দোয়া প্রার্থী।

উল্লেখ্য, শিশির খান বীর মুক্তিযোদ্ধা-প্রখ্যাত শ্রমিক নেতা সিরাজুল ইসলাম খানের পৌত্র

পূর্বের খবরভয়াল ২১ আগস্টঃ দেশের ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার ১৯ বছর
পরবর্তি খবর‘আগামী নির্বাচন অংশগ্রহণমূলক না হলে বিদেশি পর্যবেক্ষকরা অংশ নেবে না’