আগামী ৩রা নভেম্বর ”ক্লাব-৯৩” মিলনমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে

276

-: ক্লাব-৯৩, বাংলাদেশ এর আঙ্গিনায় :-

ঢাকাঃ সারাদেশের সব স্কুলের এসএসসি-৯৩ ব্যাচ এর শিক্ষার্থীদের একমাত্র ক্লাব ৯৩ এর মিলন মেলা ২০২৩ অনুষ্ঠিত হবে। আগামী ৩রা নভেম্বর, শুক্রবার গাজিপুর কালিগঞ্জের নগরীর উলুখোলা এলাকায় গায়েন বাড়ি নাজিম সরকারের রিসোর্টে এই অনুষ্ঠানটি হতে যাচ্ছে। সারাদেশের ১৯৯৩ এসএসসি ব্যাচমেটদের “ফেলোশীপ-২০২৩ ইং” অনুষ্ঠানটি “ক্লাব’৯৩” উদ্যাগে এই একই দিনে আয়োজন করতে যাচ্ছে।  গায়েন বাড়ী রিসোর্ট, উলু খোলার এই অনুষ্ঠানে এসএসসি-৯৩ ব্যাচ এর যে কোন শিক্ষার্থী মাত্র ১০০০/- টাকা (জন প্রতি) চাঁদা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে।

অংশ নিতে ইচ্ছুক সবাইকে দ্রুত কনফার্ম করার জন্য আগামী ০২/১১/২০২৩ ইং তারিখের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ করছি। যোগাযোগঃ অস্হায়ী কার্যালয় বাড়ী নং- ৫১(নীচতলা), রোড নং- ০৩, সেক্টর-১৩, উওরা, ঢাকা। ডলার- ০১৬১১ ১৭০ ৮৯৯ (নগদ) ০১৭১৭১৬৭৮২৫ (বিকাশ)  তানিম-০১৭১৪ ১৩১ ৭৫০ (বিকাশ) ইকবাল-০১৭১১ ১১০ ৯৩০ এডঃ আইরিন ০১৭১৬ ৭১৩৪৫৩।

সারা দেশ থেকে প্রায় দুইশত শিক্ষার্থী বন্ধু অংশ নিবে এই আয়োজনে। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরুর পরে বিভিন্ন খেলাধুলা, দুপুরের লাঞ্চ, নাচ, গান, পুরষ্কার বিতরনী, মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠানের আয়োজনের সব শেষে থাকবে আকর্ষণীয় র‌্যাফেল ড্র।

No description available.

না হিন্দু বড় না মুসলিম বড়,
না বৌদ্ধ বড় না খৃস্টান বড়,
সবাই মোরা বাংলাদেশি এসএসসি’৯৩ ব্যাচমেট,
বন্ধু তোরা শোন।
এই পৃথিবীতে সব থেকে বড়,
হৃদয়ে দেশপ্রেম আর মনুষ্যত্বের বোধ।

যদি প্রলোভনের ফাঁদে পড়ে,
তোর ঘৃণা জমে মনের ঘরে।
শুধু বন্ধু বলে ডাক দিস যদি একবার,
গড়র মোরা ভ্রাতৃত্ব আর সৌহার্দ্য’র বন্ধন।

একই মাটির গন্ধ মোদের,
পেটে একই ক্ষেতের শস্য।
তবুও কেন অপরের কথায়,
করছি অসম্প্রীতির চর্চা!

একই দেশের হাওয়া বাতাস,
মোরা সমানে করছি ভক্ষণ।
একই মাটিতে লড়াই করা,
সবচেয়ে বড় মূর্খের লক্ষণ।

জাতির নামে মোরা ভাই-বোন,
মোরা করব না আর পরনিন্দার লড়াই।
আমরা জন্মভূমির সম্মানার্থে,
এসো সম্প্রীতির বীজ ছড়ায়~
-: ক্লাব-৯৩, বাংলাদেশ এর আঙ্গিনায় :-

পূর্বের খবরদুই জোটের মহা লড়াই
পরবর্তি খবরবিএনপির আবার সারাদেশে রবিবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা