‘সাগর-রুনির মতো অসংখ্য সাংবাদিককে হত্যা করেছে আওয়ামী লীগ’ঃঅ্যাডঃ আব্দুস সালাম আজাদ

86
ঢাকাঃ বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন – বোমা আয়োজিত বার্ষিক ফ্যামিলি ডে ২০২৫ উপলক্ষে শনিবার মুন্সীগঞ্জের লৌহজং থানার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ‘মাওয়া খানবাড়ি রিসোর্টে’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ তার বক্তব্যে বলেন,

বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন-বোমা আয়োজিত বার্ষিক ফ্যামিলি ডে ২০২৫ উপলক্ষে শনিবার (২৫ জানুয়ারি) মুন্সীগঞ্জের লৌহজং থানার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ‘মাওয়া খানবাড়ি রিসোর্টে’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আব্দুস সালাম বলেন, অনলাইন গণমাধ্যম নিবন্ধন নিয়ে আওয়ামী লীগ সরকার নানা তালবাহানা করেছে। যেসব অনলাইন গণমাধ্যমের মালিক অথবা সম্পাদক আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত শুধু তাদের পত্রিকার নিবন্ধন দিয়েছে। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে যেসব গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে তাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি।

 

May be an image of 1 person and text

 

তিনি আরও বলেন, আওয়ামী লীগের অপকর্মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে তথ্য মন্ত্রণালয় থেকে টেলিফোন করে সেই সংবাদ সরিয়ে দিতে বাধ্য করা হতো। গত সাড়ে ১৫ বছর রাজনৈতিক নেতাকর্মীরদের মতোই গণমাধ্যম কর্মীদের জুলুম-নিপীড়ন করেছে আওয়ামী লীগ। কিন্তু বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের সব ধরনের স্বাধীনতা নিশ্চিত করবে।

 

অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সায়েদুল আলম বাবুল বলেন, শেখ হাসিনার বাংলার মাটিতে থাকার কোনো সুযোগ নাই। কারণ, সে দেশের সম্পদ লুট করেছে, নিরীহ মানুষকে হত্যা করেছে ও গুম করে পালিয়ে গেছে। সাংবাদিকদের ওপরেও নির্যাতন চালিয়েছে হাসিনা সরকার। বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যমের এমন পরিস্থিতি আর সৃষ্টি হবে না।

 

No description available.

 

অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহাদাত স্বপনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী স্বপু, অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি কামাল হোসেন, নির্বাহী সভাপতি মীর আব্দুল আলিম, সহ সভাপতি রাসিদুল হাসান বুলবুল, সহ সভাপতি আবু সুফিয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক সালেহ মোঃ রশিদ অলক, ফ্যামিলি ডে উদযাপন কমিটির আহবায়ক খান নজরুল ইসলাম হান্নান, জিএম হাফিজুর রহমান, সাব্বির আহমেদ রনি, শামসাদ আনহার, লায়ন আখতারুজ্জামান, আব্দুস সালাম শান্ত।

 

 

No description available.

এর আগে সকালের নাস্তা পর্ব শেষে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এরপর মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। প্রায় তিনশত অতিথি, গণমাধ্যম কর্মী ও তার পরিবারের সদস্যরা মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করে।

সবশেষে,বোমা ফ্যামিলি’ডে ২০২৫ইং অ্যাসোসিয়েশনের সদস্য ও পরিবারের সদস্যদের বিভিন্ন খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম খান উল্লেখ থাকে যে, উক্ত বোমা ফ্যামিলি ডে ২০২৫ ইং অনুষ্ঠানে দেশের প্রখ্যাত বাউল শিল্পী জনাব আরিফ দেওয়ান সহ এক ডজন শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

 

পূর্বের খবরফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের আত্নপ্রকাশ
পরবর্তি খবরট্রাম্পের আদেশ সাময়িকভাবে আটকে দিলেন বিচারক