ঢাকাঃ গতকাল ১৯ মার্চ, বুধবার, বিকাল ৫টায় উত্তরাস্থ সি শেল রেস্টুরেন্ট & পার্টি প্যালেসে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন ও উত্তরা মিডিয়া ক্লাবের যৌথ উদ্যোগে বাসস এর সাবেক সম্পাদক প্রবীন সাংবাদিক আমিনুল ইসলাম বেদু সাহেবের প্রয়াণে এক শোকসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গণমাধ্যম ব্যক্তিত্ব সেলিম ওমরাও খান
উক্ত বোমার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব সেলিম ওমরাও খান, উপদেষ্টা বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি শহীদুল্লাহ ফরায়েজী, নাট্যব্যক্তিত্ব এবং মোটিভেশনাল স্পিকার চন্দা মাহজাবিন। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনলাইন মিডিয়া এসােসিয়েশনের নির্বাহী সভাপতি, মীর আব্দুল আলীম, সাধারন সম্পাদক শাহাদৎ স্বপন, সহ সভাপতি রাশিদুল হাসান বুলবুল।
কবি শহীদুল্লাহ ফরায়েজী
উক্ত শোকসভা, দোয়া ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সাব্বির আহমেদ রনি,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ, রফিকুল হুদা, নির্বাহী সদস্য, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসােসিয়েশন, মৃণাল চৌধুরী সৈকত সদস্য সচিব ইউনাইটেড প্রেস ক্লাব। শহিদুল ইসলাম খান নির্বাহী সম্পাদক news21bd.com, শেখ খোকা আমিন, নির্বাহী সদস্য উত্তরা মিডিয়া ক্লাব,কামাল হোসেন, নির্বাহী সদস্য উত্তরা মিডিয়া ক্লাব, শোভন শাহজাহান, সাংগঠনিক সম্পাদক টঙ্গী প্রেসক্লাব ও সাহিত্যিক রোদেলা নীলা।
ইফতার বাদ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসােসিয়েশনের সভাপতি ও উত্তরা মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খানের জম্মদিন উপলক্ষে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসােসিয়েশন ও উত্তরা মিডিয়া ক্লাবের উপস্থিত সদস্যগণ ও আগত অতিথিগণ কেক কেটে ও ফুলেল শুভেচ্ছায় তাকে অভিনন্দন জানায়।