ঢাকাঃ চলতি বছর বাংলাদেশে বিমান টিকিট বুকিং প্রক্রিয়ায় বেশ কিছু নতুন নিয়ম ও সুবিধা চালু করা হয়েছে, যা যাত্রীদের ভ্রমণকে আরও সহজ ও সাশ্রয়ী করবে। নিচে সাম্প্রতিক আপডেটগুলো উপস্থাপন করা হলো।

১. পাসপোর্ট তথ্য ছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট বুকিং নিষিদ্ধ:
এয়ার টিকিটের কালোবাজারি ও সিন্ডিকেট রোধে সরকার নতুন নিয়ম প্রণয়ন করেছে। এখন থেকে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের কপি ছাড়া কোনো আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট বুক করা যাবে না। বুকিংয়ের ৭২ ঘণ্টার মধ্যে টিকিট ইস্যু করতে হবে; অন্যথায়, এয়ারলাইনস স্বয়ংক্রিয়ভাবে সেই টিকিট বাতিল করবে।
২. বিমানের টিকিটে ১০ শতাংশ ছাড়:
নতুন বছরে বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাদের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কিনলে যাত্রীদের জন্য মূল ভাড়ার উপর ১০ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে। এই অফারটি পেতে প্রমোকোড “FLYBG2025” ব্যবহার করতে হবে।
৩. নির্দিষ্ট রুটে ১৫ শতাংশ মূল্যছাড়:
আগামী ৬-৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইনস নির্দিষ্ট ১০টি রুটে মূল ভাড়ার উপর ১৫ শতাংশ মূল্যছাড় দিচ্ছে। এই অফারটি পেতে যাত্রীরা মেলা থেকে অথবা বাংলাদেশে অবস্থিত বিমানের নিজস্ব সেলস সেন্টারসমূহ থেকে টিকিট ক্রয় করতে পারবেন।
৪. অনলাইনে টিকিট বুকিংয়ের প্রক্রিয়া:
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট অনলাইনে বুক করতে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “ফ্লাইট বুক করুন” ট্যাবে ক্লিক করে ভ্রমণের তারিখ, গন্তব্য এবং যাত্রী সংখ্যা নির্বাচন করতে হবে। এরপর পছন্দের ফ্লাইট ও ভাড়া দেখে টিকিট নিশ্চিত করা যাবে।
উপরোক্ত আপডেটগুলো অনুসরণ করে যাত্রীরা তাদের বিমান ভ্রমণ আরও সহজ, সাশ্রয়ী ও নিরাপদ করতে পারেন।