ঢাকাঃ দেশের সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের পর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
কোর্ট প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘তিন বিচারপতির অনিয়ম-দুর্নীতির অভিযোগ রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল’ মর্মে খবরটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল কর্তৃক আজ সন্ধ্যায় সম্প্রচারিত হয়। বিষয়টি সুপ্রিম কোর্ট প্রশাসনের গোচরিভূত হয়েছে। ষোড়শ সংশোধনী রায়ের পরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হলেও এবং ওই কাউন্সিলে কয়েকজন বিচারপতি সংক্রান্তে তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলমান থাকলেও রাষ্ট্রপতির কাছে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল কর্তৃক কোনও বিচারপতি সম্পর্কে কোনও অভিযোগ প্রেরণ করা হয়নি। সংশ্লিষ্ট টিভি চ্যানেল কর্তৃক সম্প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক এবং ভিত্তিহীন। বিষয়টি জনগুরুত্বপূর্ণ বিধায় সকলের অবগতির নিমিত্তে প্রচারের জন্য অনুরোধ করা হলো।’
সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের বিধান সংক্রান্ত সংবিধানের বহুল আলোচিত ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের করা ‘রিভিউ’ গত ২০ অক্টোবর পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
ষোড়শ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ থেকে বাতিল হওয়া ২ থেকে ৮ উপ-অনুচ্ছেদ পুনর্বহাল (রিস্টোর) করে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ ঐতিহাসিক রায় দেন। এই রায়ের ফলে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় বহাল হয় এবং বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছ থেকে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের কাছে ফেরে বলে জানান রিভিউ শুনানিতে অংশ নেওয়া আইনজীবীরা।