ঢাকাঃ সারাদেশের বিভিন্ন স্কুলের এসএসসি-৯৩ ব্যাচ এর শিক্ষার্থীদের নিয়ে “ক্লাব’৯৩” উদ্যাগে এক অনুষ্ঠিত হয়েছে। গত ৩রা নভেম্বর, শুক্রবার গাজিপুর কালিগঞ্জের নগরীর উলুখোলা এলাকায় গায়েন বাড়ি নাজিম সরকারের রিসোর্টে অনুষ্ঠানটি আয়োজন হয়।
সারা বাংলাদেশ থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী বন্ধু অংশগ্রহণ করেন। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মেহেদি হাসান এবং পর্যায়ক্রমে গীতা পাঠ করেন পলাশ শাহ্ বাইবেল ত্রিপিটক কিশোর ডি কস্তি পাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরুর পরে “মিলন মেলা উদযাপন পরিষদ-২০২৩” এবং “ক্লাব-৯৩” এর উদ্যাক্তা ও অনুষ্ঠানের আহবায়ক বিশিষ্ট সাংবাদিক একেএম শরিফুল ইসলাম খান ডলার আনুষ্ঠানিক ভাবে মিলনমেলার উদ্বোধন করেন।
সারাদিনব্যাপী বিভিন্ন খেলাধুলা ও আপ্যায়ন এ সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, বিকেলে চা ছাড়াও ফুড ফ্যাস্টিবল উৎসবের আয়োজন কর হয়। অতপর ‘ক্লাব ৯৩’ মিলনমেলার উপস্থিত বন্ধুদের বিনোদনের কথা বিবেচনা করে ব্যাচমেট হতে ট্যানেলফুলদের নিয়ে মনোন্জ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুরুতেই অনুষ্ঠানে উপস্থিত বন্ধুদের মনোরঞ্জনের জন্য দেশের জনপ্রিয় জাদুশিল্পী বন্ধু প্রেম লাল যাদু প্রদর্শন করে। তারপর পর্যায়ক্রমে স্মারক উপহার বিতরনী ও মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠানের আয়োজনের সবশেষে আকর্ষণীয় র্যাফেল ড্র দিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।
দেশের ১৯৯৩ সালের এসএসসি যেকোন পরীক্ষার্থী ক্লাব ৯৩ সদস্য হতে চাইলে এই ঠিকানায় যোগাযোগ করতে হবে। অস্থায়ী কার্যালয় বাড়ী নং- ৫১(নীচতলা), রোড নং- ০৩, সেক্টর-১৩, উওরা, ঢাকা। সভাপতিঃ একেএম শরিফুল ইসলাম খান ডলার- ০১৬১১১৭০ ৮৯৯।