উত্তরায় শনিবার কবি জাকারিয়া চৌধুরী-আমিনুল ইসলাম বেদু জন্মোৎসব

254

নিউজ২১ডেস্কঃ সরকারের সাবেক উপদেষ্টা মানবকন্ঠের প্রকাশক প্রধান সম্পাদক উত্তরা মিডিয়া ক্লাবের প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবি জাকারিয়া চৌধুরীর ৯০ তম জন্মবার্ষিকী ও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক রবীন্দ্র গবেষক জনাব আমিনুল ইসলাম বেদুর ৮৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৮ নভেম্বর, শনিবার, বিকাল ৪.৩০টায় উত্তরার সোনারগাঁ জনপদের লা-বাম্বা রেস্টুরেন্ট, বাড়ি নম্বর: ৯, সেক্টর নম্বর: ৭ উত্তরা, ঢাকায় কবি  জাকারিয়া চৌধুরী -আমিনুল ইসলাম বেদু জন্মোৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উত্তরা মিডিয়া ক্লাবের ইসি মুহাম্মদ ওবায়দুল্লাহ ৭১তম জন্মবার্ষিকী একই সাথে কবি জাকারিয়া চৌধুরী-আমিনুল ইসলাম বেদুর জন্মোৎসবে পালন করা হবে। উক্ত অনুষ্ঠানে সংশ্লিস্ট সবাইকে বিশেষভাবে আমন্ত্রন জানানো হয়েছে বলে জানিয়েছেন, উত্তরা মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান।

তিনি জানান, এবারের আয়োজনটা একটু ব্যতিক্রম করে করে সাজিয়েছি। প্রথমবারের মতন জাকারিয়া চৌধুরী স্মারক পদক প্রবর্তন করা হয়েছে। এবছর তিনজন বিশিষ্ট ব্যক্তি এই পুরস্কারটি পাচ্ছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে   আগামী ১৮ তারিখ আনুষ্ঠানিকভাবে এই পুরস্কারের কথা ঘোষণা করা। এছাড়া এই অনুষ্ঠানেই উত্তরা মিডিয়া ক্লাবের নতুন ওয়েব সাইট উদ্বোধন করা হবে। সেই সাথে পারসন দ্যা ইয়ার ২০২২ অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হবে একই অনুষ্ঠানে। একই সাথে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন এর সাধারণ সভার তারিখ ঘোষণা করা হবে। উক্ত অনুষ্ঠানকে সফল করার জন্য তিনি সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন। No description available.
পূর্বের খবরএরশাদের জাতীয় পার্টির গন্তব্য এবার কোথায়
পরবর্তি খবরসংসদ নির্বাচনের ‘একতরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদে ৪৮ ঘণ্টা হরতালের ডাক বিএনপির