নিউজ২১ডেস্কঃ সরকারের সাবেক উপদেষ্টা মানবকন্ঠের প্রকাশক প্রধান সম্পাদক উত্তরা মিডিয়া ক্লাবের প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবি জাকারিয়া চৌধুরীর ৯০ তম জন্মবার্ষিকী ও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক রবীন্দ্র গবেষক জনাব আমিনুল ইসলাম বেদুর ৮৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৮ নভেম্বর, শনিবার, বিকাল ৪.৩০টায় উত্তরার সোনারগাঁ জনপদের লা-বাম্বা রেস্টুরেন্ট, বাড়ি নম্বর: ৯, সেক্টর নম্বর: ৭ উত্তরা, ঢাকায় কবি জাকারিয়া চৌধুরী -আমিনুল ইসলাম বেদু জন্মোৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উত্তরা মিডিয়া ক্লাবের ইসি মুহাম্মদ ওবায়দুল্লাহ ৭১তম জন্মবার্ষিকী একই সাথে কবি জাকারিয়া চৌধুরী-আমিনুল ইসলাম বেদুর জন্মোৎসবে পালন করা হবে। উক্ত অনুষ্ঠানে সংশ্লিস্ট সবাইকে বিশেষভাবে আমন্ত্রন জানানো হয়েছে বলে জানিয়েছেন, উত্তরা মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান।
