‘ইসলাম ধর্ম বদলের অনুমতি দেবে না, ’ অকপট ভিভিয়ানকেই ধর্মান্তরিত হতে হয়েছিলঃ স্ত্রী নওরান আলি

72
নিউজ ডেস্কঃ অভিনেতা ভিভিয়ান ডিসেনা ২০২২ সালে প্রাক্তন সাংবাদিক নুরান আলিকে বিয়ে করেছিলেন। তার সঙ্গে একটি কন্যা সন্তান রয়েছে।

একসময় হ্য়ান্ডসাম ভ্যাম্পায়ার হিসাবেই পরিচিতি পেয়েছিলেন অভিনেতা ভিভিয়ান ডিসেনা। সৌজন্যে একতা কাপুরের ‘প্যায়ার কি ইয়ে এক কাহানি’ সিরিয়াল। ধূমকেতু-র মতোই ছিল তাঁর উত্থান। তবে মাঝে বেশ কয়েকবছর অন্তরালে চলে গিয়েছিলেন। পরে  জানা যায়, পোর্তুগীজ বংশোদ্ভূত ক্রিশ্চান ভিভিয়ান ধর্ম বদলে ইসালম গ্রহণ করেছেন। সেটা ছিল ২০১৯ সাল। এরপর ২০২২ সালে মিশরের সাংবাদিক নওরান আলিকে বিয়ে করেন ভিভিয়ান।

এই মুহূর্তে Big Boss-18এ দেখা যাচ্ছে ভিভিয়ান ডিসেনাকে। আর তাই নতুন করে চর্চায় উঠে এসেছে ভিভিয়ানের ধর্ম বদল, ইসলাম গ্রহণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিভিয়ানের ধর্ম বদল নিয়ে মুখ খুললেন তাঁর স্ত্রী নওরান। সাক্ষাৎকারে নওরান বলেন, ভিভিয়ানের ধর্ম বদলের জন্য তাঁকে অনেক ঘৃণার মুখোমুখি হতে হয়েছে।

 

ঠিক কী বলেছেন নওরান আলি?

 

নওরান বলেন, ‘আমিকে বিয়ের জন্য ভিভিয়ান যখন ইসালম গ্রহণ করে, তখন আমার বিরুদ্ধে লাভ জিহাদের অভিযোগ আনা হয়। আমাকে সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলিংয়ের মুখোমুখি হতে হয়। এতে হয়ত ভিভিয়ানের কাজের ক্ষেত্রেও প্রভাব পড়েছিল। বিশ্বাস বা ভাষাগত ক্ষেত্রে আমাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমি ভিভিয়ানকে খুব স্পষ্টভাবে বলেছিলাম যে আমার ধর্ম অনুযায়ী আমি ওর সঙ্গে আন্তঃধর্মীয় বিবাহ করতে পারব না। আবার আমার পক্ষে কোনওভাবেই ধর্ম বদলানোও সম্ভব ছিল না। কারণ, আমি আমার ধর্মীয় রীতিকে সম্মান করি, ইসলাম মেয়েদের ধর্মান্তরিত হওয়ার অনুমতি দেয় না। আর ভিভিয়ান একজন ক্রিশ্চান ছিলেন। ক্রিশ্চান ধর্মের মূল বিষয়টির সঙ্গে ইসলামের অনেক মিল। তবে আমাদের ধর্মে মহিলাদের ধর্মন্তরিত হওয়ার অনুমতি দেওয়া হয় না। আর তাই আমি ওর থেকে ৬ মাস দূরে ছিলাম। কারণ আমি খুব চিন্তিত ছিলাম এবং ভয়ও পেয়েছিলাম এটা ভেবে যে ও আদৌ আমির জন্য ধর্মান্তরিত হবে কিনা!’

নওরান আরও বলেন, ‘আমি ভেবেছিলাম সমাজ আমাদের ছেড়ে দেবে না, যদি ও একজন মহিলার জন্য নিজের ধর্ম পরিবর্তন করে। দ্বিতীয়ত, আমি যদি ওর প্রত্যাশা পূরণ না করি তবে ও পরে অনুশোচনা করবে। এটা একটা বড় পদক্ষেপ ছিল। আমরা ৬ মাস ধরে কথাও বলিনি। এমনকি আমি ওর কোনও মেসেজের উত্তর দিইনি। তবে এরপর আমাদের এক বন্ধুর কাছে আমি জানতে পারি,ও আমার ধর্ম নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। এতে আমার কোনও হাতই ছিল না। ও ৬মাস ধরে বিভিন্ন লোকজনের সঙ্গে দেখা করে, আমার বন্ধুদের বলে ও আমার সঙ্গে কথা বলতে চায়। এরপর আমায় জানায়, ও ধর্মান্তরিত হতে প্রস্তুত, আমার জন্য নয় বরং নিজের জন্য। এর অর্থ আমি ওর সঙ্গে না থাকলেও ভিভিয়ান ইসলাম গ্রহণ করত। ওকে বিশ্বাস করতে আমার ১-২ সপ্তাহ সময় লেগেছিল যে ও এটা সত্যিই নিজের জন্য করতে চায়। আমি কখনওই চাইনি যে ও আমার জন্য নিজের শিকড় থেকে বিচ্ছিন্ন হোক।’

২০২২ সালে প্রাক্তন মিশরীয় সাংবাদিক নওরান আলিকে বিয়ে করে, তাঁদের এক কন্যা সন্তানও রয়েছে।

এর আগে বিগ বস ১৮- ভিভিয়ান নিজেই জানিয়েছিলেন যে কীভাবে তাঁর বর্তমান স্ত্রী নওরান আলির সঙ্গে আলাপ হয়েছিল। ভিভিয়ান জানান, নওরান তাঁর একটা সাক্ষাৎকার নিতে চেয়েছিলেন। আর তিনি তাঁকে সেজন্য প্রায় ৪ মাস অপেক্ষা করিয়ে রাখেন। এরপর রেগে গিয়ে ভিভিয়ানের টিমের কাছে একটা মেসেজ পাঠায় সাংবাদিক নওরান। বলেন, ভিভিয়ান ভীষণই অপেশাদার। আর এরপরই ২৪-৪৮ ঘণ্টার মধ্যে সাক্ষাৎকার দেওয়ার প্রতিশ্রিতি দেন অভিনেতা। পরে নওরানের আমন্ত্রণে ভিভিয়ান মিশরে একটা অনুষ্ঠানে যোগ দিতে যান। সেখানেই তাঁদের প্রথম আলাপ হয়।

এর আগে টিভি শো ‘প্যায়ার কি ইয়ে এক কাহানি’র সেটে আলাপের পর ওয়াহ্‌বিজ দোরাবজির বিয়ে করেন ভিভিয়ান। ২০১৩ সালে বিয়ে হয় তাঁদের। ২০১৭ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন তাঁরা। ২০২১ সালে তাঁদের আইনত বিচ্ছেদ হয়।

পূর্বের খবরঅভিনেতা প্রবীর মিত্র আর নেই
পরবর্তি খবরভারতের দখলে থাকা ৫ কিলোমিটার নদী উদ্ধার করলো বিজিবি