আজ নাট্য অভিনেতা হায়দার কবীর মিথুনের জম্মদিন

121

ঢাকাঃ আজ ৪ ফেব্রুয়ারি,২১ মাঘ আজ বিশিষ্ট নাট্য অভিনেতা, ব্যবসায়ী জনাব হায়দার কবীর মিথুনের জন্মদিন। ১৯৭২ সালের আজকের এই দিনে তিনি ঢাকা জেলার ফায়দাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি একটি বেসরকারি আবাসন উন্নয়ন কোম্পানি হলিস্টিক হোম বিল্ডার্স লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে কর্মরত আছেন।

বাক্তিগত জীবনে স্ত্রী  কান্তার সাথে দীর্ঘ ২৭ বছরের সুখী দাম্পত্য জীবনে দুই সন্তানের প্রথমটি কণ্যা সন্তান, যার নাম- মাফরুহা নাহরীন (ফাবিহা) ইন্টার পাশ করে সবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। ছেলে তাওসিফ ওয়াকিদ এসএসসি পরিক্ষার্থী। মিথুনের স্ত্রী কান্তা একজন আদর্শ গৃহিনী।

অভিনয় জীবনে তিনি প্রায় এক হাজার নাটকে কাজ করেছেন। এছাড়া শতাধিক মঞ্চ নাটকেও অভিনয় করেছেন। প্রতিষ্ঠাকাল থেকেই উত্তরা থিয়েটারের সাথে জড়িত এবং উত্তরা মিডিয়া ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্বে পালন করে আসছেন।
জনাব হায়দার কবীর মিথুনের জন্মদিনে নিউজ২১বিডি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
পূর্বের খবরইরাক-সিরিয়ায় মার্কিন হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৩৯
পরবর্তি খবর‘প্রধানমন্ত্রী দেশকে মর্যাদার আসনে নিয়েছেন বলেই সব দেশ কাজের আগ্রহ দেখাচ্ছে’