দুই দিনব্যাপী ‘জাতীয় কবিতা উৎসব ২০২৫’ শুরু হচ্ছে আগামীকাল শনিবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে এ উৎসবের উদ্বোধন করবেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম। ‘স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা’ প্রতিপাদ্য নিয়ে ১ ও ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় কবিতা উৎসব।গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান।
ঢাকাঃ ‘স্বাধীনতা, সাম্য ও সম্প্রীতির জন্য কবিতা’ প্রতিপাদ্যে আজ পয়লা ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী জাতীয় কবিতা উৎসব-২০২৫। সকাল ৯টায় উৎসব চত্বর থেকে শহীদ মিনার অভিমুখে একটি র্যালি বের করা হবে। এরপর কবি কাজী নজরুল ইসলাম এবং পটুয়া কামরুল হাসানের সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে। সকাল ১০টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মূল আলোচক থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাষ্ট্রচিন্তক ড. সলিমুল্লাহ খান। জাতীয় কবিতা উৎসবের দুই দিনেই থাকবে নিবন্ধিত কবিদের স্বরচিত কবিতা পাঠ, আমন্ত্রিত কবিদের কবিতা পাঠ, দেশের খ্যাতিমান আবৃত্তিকারদের আবৃত্তি, কবিতার গান, নৃত্য ও সেমিনার। আগামীকাল রবিবার শেষ হবে দুই দিনের এই কবিতা উৎসব।
‘আমরা কবিতা পরিষদের আহবায়ক কবি মোহন রায়হান জানান, এবারের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং মূল আলোচক হিসেবে থাকবেন লেখক-অধ্যাপক সলিমুল্লাহ খান।
মোহন রায়হান বলেন, ‘আমরা কবিতা পরিষদকে ফ্যাসিবাদমুক্ত করেছি। এখন স্বাধীনতা সাম্য ও সম্প্রীতির জন্য কবিতা—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী আমাদের ছড়িয়ে পড়ার পালা। আমরা যেভাবে একাত্তরে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি, ঠিক একই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের পরবর্তী প্রজন্ম দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে। আমাদের এখন একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উৎসব কমিটির যুগ্ম আহ্বায়ক কবি রেজাউদ্দিন স্টালিন ও শাহীন রেজা, উৎসবের সমন্বয়ক কবি মানব সুরত, সাংস্কৃতিক উপ-পরিষদের আহ্বায়ক কবি শ্যামল জাকারিয়া, অনুষ্ঠান উপ-পরিষদের আহ্বায়ক কবি নুরুন্নবী সোহেল, কামরুজ্জামান, আসাদ কাজল,সাংগঠনিক উপ-পরিষদের আহ্বায়ক কবি এবিএম সোহেল রশিদ, দপ্তর উপ-পরিষদের আহ্বায়ক কবি রোকন জহুর প্রমুখ। প্রমুখ।
কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, দেশ থেকে ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে হবে। কবিরা চিরকাল অন্যায়ের বিরুদ্ধে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।
কবি শাহীন রেজা বলেন, ‘জাতীয় কবিতা পরিষদ একটি ভালোবাসার পৃথিবী রচনা করতে চায় এবং সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাব।’