নিজস্ব প্রতিবেদক:
পরিবেশ দূষণ,ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বংশাই নদীর পানিতে পোড়া মবিলের বজ্র ফেলে করছে পানি দূষণ?
পোড়া মবিল রিপেয়ারিং করে করছে নতুন মবিল বাজার জাতকরণ,
কারখানাটি মানিকগঞ্জ জেলায় হলেও মবিল কেনে লেভেল লাগানো হচ্ছে ঢাকা জেলায় একটি গুদামে নিয়ে।
বিপাকে পরেছে এই এলাকার মানুষ মুখ খুলে কথা বলার নাই কারো সাহায্য-
কারখানাটির তথ্য সংগ্রহ করতে গেলে ভেতরে সাংবাদিক ঢুকা নিষেধ বলে জানায় সিকিউরিটিগার্ডরা।
অভিযোগ রয়েছে বন্দোবস্তের সরকারি খাস জায়গায়ও কিনে নিয়েছে দলিল করে এই কারখানার মালিকেরা।