গতকাল বিকালে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে দলের পক্ষ থেকে অবরোধ কর্মসূচি সফল করার জন্য বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহ্বান জানিয়েছেন। রিজভী বলেন, আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব বিএনপি নেতাকর্মীর মুক্তিসহ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং অবৈধ তপসিল ঘোষণার প্রতিবাদে আজ রবিবার ভোর ৬টা হতে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে রাজপথ, রেলপথ ও নৌপথে অবরোধ ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানাচ্ছি। এ নিয়ে বিএনপি-জামায়াত সপ্তম দফায় অবরোধ পালন করতে যাচ্ছে।
এদিকে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম এক বিবৃতিতে বলেছেন, সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে সরকারবিরোধী আন্দোলন চলছে। অবরোধ কর্মসূচি ঘোষণার পর থেকেই সরকার দেশব্যাপী দমন-পীড়ন অব্যাহত রেখেছে। অবরোধ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।