নিউজ ২১ ডেস্কঃ পটুয়াখালী জেলার সদর থানাধীন তিতকাটা দারুচ্ছুন্নাত আলিম মাদ্রাসা (ইআইআইএন: 102556)–এর এডহক কমিটির সাবেক চেয়ারম্যান রিপন মোল্লাকে ঘিরে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। তার হাতে পাওয়া তথাকথিত “সাউথ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশ” থেকে এমবিএ ডিগ্রির একটি সার্টিফিকেট পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, এ নামে বাংলাদেশের কোনো অনুমোদিত ইউনিভার্সিটির অস্তিত্ব নেই।
সার্টিফিকেটে উল্লেখ আছে, তিনি ২০২৩ সালের জানুয়ারিতে ম্যানেজমেন্ট বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন এবং সেখানে সিজিপিএও দেয়া আছে। অথচ শিক্ষা মন্ত্রণালয় ও ইউনিভার্সিটি মঞ্জুরি কমিশনের (ইউজিসি) রেকর্ডে “সাউথ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি” নামের কোনো প্রতিষ্ঠান অনুমোদিত নয়। সম্প্রতি ইউজিসির এক চিঠিতে এ ইউনিভার্সিটি তাদের তালিকায় নেই বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে—ফলে উক্ত সার্টিফিকেট ভুয়া প্রমাণিত হয়।
এদিকে, আদালতের এক নির্দেশনায় রিপন মোল্লাকে চেয়ারম্যান পদে দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণা করা হয়েছে এবং পদে না থাকার নির্দেশ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আদালতের আদেশের অনুলিপিও প্রেরিত হয়েছে বলে বোর্ড–সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অভিযোগ রয়েছে, রিপন মোল্লা উক্ত এমবিএ সার্টিফিকেট বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ডে জমা দিয়ে প্রায় পাঁচ মাস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বিষয়টি উদঘাটিত হওয়ার পর তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি তুলেছেন শিক্ষক–অভিভাবকসহ স্থানীয়রা।
শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ভুয়া ইউনিভার্সিটির সনদ ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে থাকা গুরুতর শাস্তিযোগ্য অপরাধ। এতে শিক্ষার মান ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় অভিভাবকরা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।