ঢাকা: বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বোমা)-এর বিশেষ সভা রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে। গত ১ লা সেপ্টেম্বর, সোমবার, সন্ধা ৬ টায় কেন্দ্রীয় কার্যালয়, গ্রীন রোড, ঢাকায় বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের কার্যালয়ে এক বিশেষসভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের কার্যক্রমের অগ্রগতি, অনলাইন সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বোমা)-এর এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম খান। এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শাহাদাত স্বপন। এসময় সংগঠনের বোমার নির্বাহী সভাপতি জনাব কামাল হোসেন, অন্যান্য কার্যনির্বাহী সদস্য, বিভিন্ন অনলাইন মিডিয়ার সম্পাদক ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বক্তারা অনলাইন গণমাধ্যমের মান উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, এবং ডিজিটাল নীতিমালায় অনলাইন সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানান।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন,ম্যাগাজিন প্রকাশ, তহবিল সংগ্রহ সাংগঠনিক ও বিবিধ।
উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রাশিদুল হাসান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক : দেলোয়ার হোসেন সহ সাধারণ সম্পাদক : এস এম আকাশ, ইএনবি নিউজ এর মনিরুজ্জামান জুয়েল, ফটো নিউজ এর আবু সুফিয়ান রতন, অর্থ সম্পাদক : আনহার সামসাদ, প্রাইম নিউজ ডটকম এর রাশেদ বাবু প্রমুখ।