বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ধুঁকছে জিম্বাবুয়ে

18

খেলাধূলা ডেস্ক:

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। রোববার (৫ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ধুঁকছে জিম্বাবুয়ে।

টস হেরে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ধীরগতির শুরু করে জিম্বাবুয়ে। দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার তাদিওয়ানাশে মারুমানি ও জয়লর্ড গুম্বি।

ইনিংসের চতুর্থ ওভারে জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন পেসার তাসকিন আহমেদ। দলীয় ১৫ রানে ৪ বলে ২ রান করে সাজঘরে ফিরে যান মারুমানি। তার বিদায়ের পর ক্রিজে আসেন ক্রেইগ এরভাইন।

এরভাইনকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন গুম্বি। শেষ পর্যন্ত পাওয়ার প্লের ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২২ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে।

পূর্বের খবররেস্তোরাঁয় খেতে গিয়ে ইনস্টাগ্রামে ছবি, লোকেশন বের করে ইনফ্লুয়েন্সারকে খুন
পরবর্তি খবরহৃদয়-রিয়াদের ব্যাটে জয় পেলো বাংলাদেশ