গাজার কাছাকাছি ফ্লোটিলা, ঘিরে ধরেছে ইসরায়েলি যুদ্ধজাহাজ, ত্রাণবাহী নৌবহরে বাধা

47

গাজায় ত্রাণ পৌঁছে দিতে যাত্রা করা আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরায়েলি বাধার মুখে পড়েছে। বুধবার (১ অক্টোবর) গাজা উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকায় পৌঁছালে বহরের অন্যতম জাহাজ ‘আলমা’-কে ঘিরে ধরে একটি ইসরায়েলি যুদ্ধজাহাজ।

 

 

“এটি সম্ভাব্য নৌ অবরোধের ইঙ্গিত হতে পারে। তবে পরিষ্কারভাবে জানিয়ে দিই: হুমকি, হয়রানি বা ইসরায়েলের অবৈধ অবরোধ রক্ষার প্রচেষ্টায় আমরা ভয় পাব না,”—বিবৃতিতে বলা হয়।

 

 

অনলাইন ডেস্কঃ গাজায় ত্রাণ পৌঁছে দিতে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ) জানিয়েছে, তারা বুধবার গাজার কাছে উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকায় রয়েছে। এমনকি কাছাকাছি আসার পর তাদের সামনের সারির একটি জাহাজ ‘আলমা’-কে ইসরায়েলের একটি যুদ্ধজাহাজ আগ্রাসীভাবে কয়েকমিনিট ঘিরে ধরেছিল। এ সময় জাহাজের সব নেভিগেশন ও যোগাযোগব্যবস্থা বন্ধ হয়ে যায়।

ফ্লোটিল্লার কর্মীরা জানান, ইসরায়েলের জাহাজটি শুধু ‘আলমা’ নয়, বহরের আরও কয়েকটি জাহাজের দিকেও এগিয়ে আসে এবং বিপজ্জনক কৌশল ও ভয়ভীতি দেখানোর চেষ্টা করে। আলমার ক্যাপ্টেনকে পালিয়ে যাওয়ার পথ নিতে বাধ্য করা হয়। আরেকটি জাহাজ ‘সাইরিয়াস’-কেও প্রায় ১৫ মিনিট ধরে ঘিরে রাখা হয়।


আলমার যাত্রী থিয়াগো আভিলা বলেন, ‘যুদ্ধজাহাজের আক্রমণাত্মক পদক্ষেপের কারণে আমাদের ক্যামেরা, লাইভ সম্প্রচার ও যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে পড়ে।”
সাইরিয়াস জাহাজের যাত্রী লিসি প্রোয়েঙ্কা জানান, তাঁরাও যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় পড়েছিলেন।’


এদিকে বহরের বৃহত্তম জাহাজ ‘কনসায়েন্স’-এ যোগ দেয়া বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ‘এই মাত্র সংবাদ আসল আলমার ওপর আক্রমণ হয়েছে। একটু পর ওখান থেকে সিগনালও থেমে গেল। এখন আমরা সবাই জড়ো হয়েছি, সবাই উদ্বিগ্ন। আলমা একদম শুরুর দিকে ছিল, আমরা শেষের দিকে। আলমার ওপর যা হচ্ছে, সেটা আমাদের ওপর হতে পারে।’

ইসরায়েল আগেই ঘোষণা দিয়েছিল, তারা এই ফ্লোটিল্লাকে গাজার উপকূলে পৌঁছাতে দেবে না। এর আগেও চলতি বছরের জুন ও জুলাই মাসে গাজামুখী ফ্লোটিল্লার দুইটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছিল ইসরায়েলি বাহিনী।

গাজার দিকে যাত্রা করা সুমুদ ফ্লোটিলাতে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌকা, যাতে যাত্রীসংখ্যা প্রায় ৫০০। যাত্রীদের মধ্যে আছেন ইতালির রাজনীতিবিদ, আন্তর্জাতিক মানবাধিকারকর্মী এবং সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ।

বুধবার স্থানীয় সময় বিকালে ফ্লোটিলা কর্তৃপক্ষ জানায়, তাদের নৌবহর গাজার উপকূল থেকে ৯০ নটিক্যাল মাইলেরও কম দূরত্বে রয়েছে। বহরের আশা, বৃহস্পতিবার সকালেই তারা গাজার উপকূলরেখায় পৌঁছাতে সক্ষম হবে।
                                শহিদুল আলমকে ধন্যবাদ জানালো ঢাকার ফিলিস্তিন দূতাবাস

 

 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি অবরোধ ভাঙার লক্ষ্যে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দেয়ায় বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমের ভূয়সী প্রশংসা করেছে ঢাকার ফিলিস্তিনি দূতাবাস।

 

 

গাজার জন্য ত্রাণবাহী জাহাজবহরে হামলা পরিকল্পনার বিরুদ্ধে মালয়েশিয়ার হুঁশিয়ারি
গাজার জন্য ত্রাণবাহী জাহাজবহরে হামলা পরিকল্পনার বিরুদ্ধে মালয়েশিয়ার হুঁশিয়ারি

গাজায় মানবিক সহায়তাকারী জাহাজবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরাইল আটকে দিলে এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানানোর হুঁশিয়ারি দিয়েছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক উদ্যোগ নেয়ার কথাও জানান।

 

 

গাজাগামী ত্রাণবাহী নৌবহরের কিছু জাহাজ ডুবিয়ে দেয়ার পরিকল্পনা ইসরাইলের
গাজাগামী ত্রাণবাহী নৌবহরের কিছু জাহাজ ডুবিয়ে দেয়ার পরিকল্পনা ইসরাইলের

 

 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার কাছাকাছি পৌঁছে গেছে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। আয়োজকরা জানিয়েছেন, নৌবহর ইসরাইলের ঘোষিত ‘বিপৎসীমায়’ প্রবেশ করেছে যা গাজার উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার বা প্রায় ১২১ নটিক্যাল মাইল দূরে।

 

 

গাজাগামী ত্রাণবাহী নৌবহরকে বাঁধা দেয়ার চেষ্টা ইসরাইলি যুদ্ধজাহাজের
গাজাগামী ত্রাণবাহী নৌবহরকে বাঁধা দেয়ার চেষ্টা ইসরাইলি যুদ্ধজাহাজের

ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে রওনা হওয়া আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে বাঁধা দেয়ার চেষ্টা করেছে একটি ইসরাইলি যুদ্ধজাহাজ। এই অভিযোগ জানিয়েছেন ফ্লোটিলার আয়োজক কর্মকর্তারা। এদিকে ফ্লোটিলার নিরাপত্তা থেকে সরে দাঁড়িয়েছে ইতালি। খবর আনাদোলু এজেন্সির।

পূর্বের খবরউত্তরা থিয়েটারের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত
পরবর্তি খবরনাটকীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ে সিরিজ শুরু টাইগারদের