এবারের অমর একুশে বইমেলা শুরু আগামী ১৭ ডিসেম্বর

120

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন জাতীয় নির্বাচন ও রমজান মাসের পরিপ্রেক্ষিতে এবারের অমর একুশে বইমেলার তারিখ আগামী ১৭ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

আগামী ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচন ও রমজান মাস সামনে রেখে এগিয়ে আনা হয়েছে অমর একুশে বইমেলা ২০২৬-এর সময়সূচি। নতুন নির্ধারিত সময় অনুযায়ী, আগামী ১৭ ডিসেম্বর শুরু হবে এবারের বইমেলা। শেষ হবে ১৭ জানুয়ারি।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলা একাডেমীর মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এদিন বিকালে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৬ এর তারিখ নির্ধারণে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। সভায় ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমি সচিব, পরিচালক এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।

এতে আরো বলা হয়, আসন্ন জাতীয় নির্বাচন ও রমজান মাসের পরিপ্রেক্ষিতে এবারের অমর একুশে বইমেলার তারিখ আগামী ১৭ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

পূর্বের খবরজামাতের অবাস্তব প্রস্তাব কতটা বাস্তবসম্মত!
পরবর্তি খবরবিএনপিতে নানা অভিযোগে পদচ্যুত ও বহিষ্কৃত ৭ সহস্রাধিক নেতাকর্মী ঃ তারেক রহমান