ঢাকাঃ উত্তরা সংলগ্ন দক্ষিণ খান কসাইবাড়িস্থ আমিরস হোটেলের রেস্টুরেন্টে গতকাল ৩০ সেপ্টেম্বর
মঙ্গলবার বিকাল ৫টায় উত্তরা থিয়েটার ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক পুনর্মিলন ও প্রয়াতদের স্মরণ
সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নাট্যকার আব্দুল হাই দুর্বারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুরশীদ আলম সার্বিক দায়িত্বে ছিলেন উত্তরা থিয়েটার প্রাক্তনীর পক্ষে
আনোয়ার হোসেন আনু। সঞ্চালনায় ছিলেন শরিফুল ইসলাম খান ও শেকানুল ইসলাম শাহী। উক্ত অনুষ্ঠানে
আরও উপস্থিত ছিলেন আব্দুল মালিক মুন্সী, মোহাম্মদ নজরুল ইসলাম, এড. রবীউল ইসলাম চন্দন,
প্রিন্সিপাল আশরাফ কামাল, মজিবুর রহমান, রবিউল ইসলাম রাহি, শেখ মোহাম্মদ আসলাম, মোঃ
লিয়াকত আলী ,মারুফ মিঠু, তৌহিদ অন্তু, শাহজাহান শোভন ,আইএস কামাল চৌধুরী, এস এ আরেফিন,
সাইফুল ইসলাম, কাজল সোহেল সরদার ,সরোয়ার মঞ্জু প্রমূখ।