খেলাধূলা ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে হেরে কিছুটা ধাক্কাই খেয়েছিল বাংলাদেশের যুবারা। এশিয়া কাপে পাওয়া উড়ন্ত ফর্ম হঠাৎ হাওয়া হয়ে যাওয়ায় অবশ্য মনোবল ভাঙেনি তাদের।
বিশ্বকাপের আগে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ৫ উইকেটে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলকে।
প্রিটোরিয়ায় টস জিতে আগে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়াকে ৩৭.১ ওভারে ১৬৫ রানেই বেঁধে ফেলে যুবারা। ৫ ওভারে ২১ রান খরচায় ৪ উইকেট নিয়ে অজিদের বুকে কাঁপন ধরান রোহানাত দৌলা বর্ষণ। সমান সংখ্যক ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট পান অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।
অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন হারজাস সিং।
১৬৬ রানের মামুলি লক্ষ্য পেয়ে ৩২.১ ওভারেই সে রান টপকে যায় বাংলাদেশ। চৌধুরী মোঃ রিজওয়ানের হার না মানা ৫৩ রানের ইনিংসে ১০৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা।
প্রস্তুতি ম্যাচগুলোতে মিশ্র পারফরম্যান্সের পর এবার মূল আসরে নেমে পড়ার পালা। আগামী ২০ জানুয়ারি ব্লুমফন্টেইনে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে যুবাদের বিশ্বকাপ মিশন।