৫ উইকেটে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার দলকে বাংলাদেশ

91
Bangladesh's captain Shakib Al Hasan (C) celebrates with teammates after taking the wicket of New Zealand's Devon Conway during the 2023 ICC Men's Cricket World Cup one-day international (ODI) match between New Zealand and Bangladesh at the MA Chidambaram Stadium in Chennai on October 13, 2023. (Photo by R.Satish BABU / AFP) / -- IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE --

খেলাধূলা ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে হেরে কিছুটা ধাক্কাই খেয়েছিল বাংলাদেশের যুবারা। এশিয়া কাপে পাওয়া উড়ন্ত ফর্ম হঠাৎ হাওয়া হয়ে যাওয়ায় অবশ্য মনোবল ভাঙেনি তাদের।

বিশ্বকাপের আগে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ৫ উইকেটে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলকে।

প্রিটোরিয়ায় টস জিতে আগে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়াকে ৩৭.১ ওভারে ১৬৫ রানেই বেঁধে ফেলে যুবারা। ৫ ওভারে ২১ রান খরচায় ৪ উইকেট নিয়ে অজিদের বুকে কাঁপন ধরান রোহানাত দৌলা বর্ষণ। সমান সংখ্যক ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট পান অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন হারজাস সিং।

১৬৬ রানের মামুলি লক্ষ্য পেয়ে ৩২.১ ওভারেই সে রান টপকে যায় বাংলাদেশ। চৌধুরী মোঃ রিজওয়ানের হার না মানা ৫৩ রানের ইনিংসে ১০৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা।

প্রস্তুতি ম্যাচগুলোতে মিশ্র পারফরম্যান্সের পর এবার মূল আসরে নেমে পড়ার পালা। আগামী ২০ জানুয়ারি ব্লুমফন্টেইনে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে যুবাদের বিশ্বকাপ মিশন।

পূর্বের খবর১২৯ রানে এগিয়ে থেকে দিন শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ
পরবর্তি খবরউত্তরা থেকে মতিঝিল সকাল-সন্ধ্যা মেট্রোরেল চলাচল শুরু শনিবার থেকে