হাতকড়া উদ্ধার হলেও জুয়ারিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

84

অনলাইন ডেস্ক:

নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইন জুয়ারি গ্রেফতারে অভিযান পরিচালনার সময় ডিবি পুলিশের উপর হামলা করে রবিউল ইসলাম নামে এক জুয়ারিকে ডিবির হাতকড়া, ড্রেস ও ক্যাপসহ ছিনিয়ে নিয়ে যায় তার সহযোগীরা।

এ ঘটনায় হাতকড়া উদ্ধার হলেও সেই জুয়ারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ৷ রবিউল ইসলাম নিতাই ইউনিয়নের ছলিমের বাজার এলাকার বাসিন্দা৷

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে এ ঘটনায় ডিবি পুলিশ অজ্ঞাতনামাসহ ১১৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। উপজেলার নিতাই ইউনিয়নের ছলিমের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরেরদিন ওই এলাকার গ্রাম পুলিশ হাতকড়া, ড্রেস ও ক্যাপ উদ্ধার ইউপি কার্যলয়ে জমা করেন ।পরে ডিবির সদস্যরা এতে কার্যলয় থেকে হাতকড়া, ড্রেস ও ক্যাপ নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে রবিউল নামে এক অনলাইন জুয়ারিকে আটক করে। পরে তার সহযোগীরা ডিবি পুলিশের উপর হামলা করে ডিবি পুলিশের হাতকড়া, ড্রেস ও ক্যাপসহ রবিউলকে ছিনিয়ে নিয়ে যায়। এতে এক পুলিশ সদস্য আহত হয়। পরে ডিবি পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পরে ওই এলাকার গ্রাম পুলিশ এসব উদ্ধার করে ইউপি কার্যলয়ে জমা করেন। পরে ডিবির সদস্যরা এসে ওই ইউপি কার্যলয় থেকে হাতকড়া, ড্রেস ও ক্যাপ
নিয়ে যায়।

এবিষয়ে নিতাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বলেন, অনলাইন জুয়ারিরঅ ডিবির উপর হামলা করে যা ছিনিয়ে নিয়েছিলো। ওই এলাকার গ্রাম পুলিশ হাতকড়া, ডিবি পুলিশের পোশাক, ক্যাপ উদ্ধার করে আমার ইউপি কার্যলয়ে জমা দিয়েছে। গতকাল দুপুরে ডিবি পুলিশ এসে এগুলো নিয়ে গেছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)পলাশ চন্দ্র মন্ডল বলেন, এ বিষয়ে ডিবি পুলিশ সব করছে ৷ ডিবি পুলিশের সাথে যোগাযোগ করুন ৷

নীলফামারীর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানায়, হাতকড়া উদ্ধার করা হয়েছে। এবিষয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

পূর্বের খবরঅনুষ্ঠিত হলো খুলনা উদ্যোক্তা আড্ডা
পরবর্তি খবরকুড়িগ্রামে আ.লীগ নেতাকে পিটিয়ে মারলো ছাত্রলীগ নেতাকর্মীরা