সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রা:)’র ৩২ তম পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত

43

ঢাকাঃ গতকাল রাজধানীর মোহাম্মদপুরে খানকাহ্-এ তৈয়্যেবিয়ায়, আওলাদে রাসূল, গাউসে জামান, মুর্শিদে বরহক্ব আলহাজ্ব হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রা:)’র ৩২ তম পবিত্র বাৎসরিক ওরশ মোবারক মাহফিল অনুষ্ঠিত হয়।

আঞ্জুমান-এ রহমা‌নিয়া আহম‌দিয়া সু‌ন্নিয়া ট্রাস্ট, ঢাকা শাখা ও বাংলাদেশ গাউসিয়া কমিটি ঢাকার ব‌্যবস্থাপনায়- মোহাম্মদপুরস্থ মস‌জিদ-এ তৈ‌য়্যেবিয়ায় যথা‌যোগ‌্য ধর্মীয় ভাবগাম্ভী‌র্যের মাধ‌্যমে আওলা‌দে রাসূল, গাউছে জামান,হযরত আল্লামা হা‌ফেজ, ক্বারী, সৈয়‌্যদ মুহাম্মদ ‌তৈয়‌্যব শাহ্ (রহঃ)’র ৩২ তম প‌বিত্র ওরশ মোবারক পা‌লিত হয়।

 

 

May be an image of text

পূর্বের খবরআজ ‘এন্ড্রু কিশোরের’ চতুর্থ প্রয়াণ দিবস
পরবর্তি খবরFive PSC employees suspended