ঢাকাঃ গতকাল রাজধানীর মোহাম্মদপুরে খানকাহ্-এ তৈয়্যেবিয়ায়, আওলাদে রাসূল, গাউসে জামান, মুর্শিদে বরহক্ব আলহাজ্ব হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রা:)’র ৩২ তম পবিত্র বাৎসরিক ওরশ মোবারক মাহফিল অনুষ্ঠিত হয়।
আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকা শাখা ও বাংলাদেশ গাউসিয়া কমিটি ঢাকার ব্যবস্থাপনায়- মোহাম্মদপুরস্থ মসজিদ-এ তৈয়্যেবিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে আওলাদে রাসূল, গাউছে জামান,হযরত আল্লামা হাফেজ, ক্বারী, সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহঃ)’র ৩২ তম পবিত্র ওরশ মোবারক পালিত হয়।