সুষ্ঠু নির্বাচন আগে নিজেরা করুক; আমেরিকাকে ওবায়দুল কাদের

97

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ছয়জন লোককে ক্যাপিটাল হিলে হত্যা করে, স্পিকার টেবিলের নিচে পালিয়ে গেছেন; সে নির্বাচন তাদের দেশে হয়েছে। তারা আমাদের নির্বাচনের উপদেশ দেয়, সুষ্ঠু নির্বাচন! সুষ্ঠু নির্বাচন আগে নিজেরা করুক।’

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে ধানমণ্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণ থেকে শীতার্ত মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, পাকিস্তানসহ সারা বিশ্বে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তাতে অসুবিধা কী! ট্রাম্প আজও বলছে, ইলেকশনের নামে স্টিলিং হয়েছে, রিগিং হয়েছে।

এখনো নির্বাচনের ফলাফল মেনে নেয়নি। আমেরিকার রিপাবলিকান পার্টি দুইটা প্রাথমিক নির্বাচনে তারা গেছে। ওহাইও ও নিউ হ্যাম্পশায়ারে পরশুদিন রেজাল্ট হয়েছে। সেখানেও জিতেছে। জনতার যে মানদণ্ড জরিপ, সে জরিপে এখন অনেক এগিয়ে ট্রাম্প। এখন কথা হচ্ছে, ছয়জন লোককে ক্যাপিটাল হিলে হত্যা করে, স্পিকার টেবিলের নিচে পালিয়ে গেছেন, সে নির্বাচন তাদের দেশে হয়েছে। তারা আমাদের নির্বাচনের উপদেশ দেন, সুষ্ঠু নির্বাচন! সুষ্ঠু নির্বাচন আগে নিজেরা করুক।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বলবো, আন্দোলন চালান কিন্তু আন্দোলনের নামে সহিংসতা করবেন না। মানুষের রুটি-রোজগারে গরিব মানুষকে বাধা দেবেন না। আন্দোলনের নামে হরতাল, অবরোধ, ট্রেনে আগুন, বাসে আগুন, অগ্নিসন্ত্রাস করবেন না। এটা কঠোর হস্তে দমন করা হবে। এসব ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না। অনেক ভোগান্তি এদেশে হয়েছে।

মানুষকে অবরোধের নামে, আন্দোলনের নামে অনেক কষ্ট দিয়েছেন। এসব অপরাধ করলে শাস্তি পেতেই হবে। আর আমি বলবো, এসব করলে কঠোর হস্তে দমন করবো, এটাই সিদ্ধান্ত আমাদের।’

আওয়ামী লীগের ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশ অব্যাহত থাকবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আন্দোলনটা করেন। ২৫ অক্টোবর আবার পাঁচবছর পর আসবে না, তখন করেন। তখন নির্বাচনকে সামনে রেখে আবার একটা আন্দোলন করার চেষ্টা করবেন।

আপনাদের আন্দোলনে আপনাদের নেতাকর্মীরাই আর সাড়া দেবে না, জনগণ তো দূরে থাক! জনগণ যে আন্দোলনে নেই, সেটা কীসের আন্দোলন! আপনার নেতাকর্মীরাও এ আন্দোলনে আসবে না। তারা সব হতাশ। এ আন্দোলন মানুষের কাছে, সামগ্রিকভাবে মূল্যহীন’!

পূর্বের খবরসিরাজগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিল
পরবর্তি খবরহারানো ২ বোন ১৯ বছর পর নিজেদের খুজে পেলেন টিকটকে