সিগারেটের প্যাকেট থেকে দেড় কেজির বেশি স্বর্ণ উদ্ধার

86

নিজস্ব প্রতিনিধি :

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া সিগারেটের প্যাকেট থেকে দেড় কেজির বেশি ওজনের ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে এনএসআই ও শুল্ক গোয়েন্দা বিভাগ যৌথভাবে বিমানবন্দরের কনভেয়ার বেল্ট থেকে স্বর্ণের বারগুলো জব্দ করে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ১৪টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ৬৩১ গ্রাম।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, একটি কনভেয়ার বেল্টে মালিকবিহীন সিগারেটের প্যাকেটটি কয়েকবার ঘোরার পর সন্দেহ হলে সেটি খুলে স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, এয়ার এরাবিয়ার ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাত থেকে কেউ এসব স্বর্ণ এনেছেন।

পূর্বের খবরহারানো ২ বোন ১৯ বছর পর নিজেদের খুজে পেলেন টিকটকে
পরবর্তি খবরপাঁচদিনের সফরে বাংলাদেশে আসছেন ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধি দল