সিওক হেলথকেয়ারের স্বাস্থ্য বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

268
নিউজ২১ডেস্কঃ সিওক হেলথকেয়ারের মাধ্যমে চিকিৎসা বিষয়ে যাবতীয় সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে বিনামূল্য। ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকার মেইন রোডে অবস্থিত অ্যাপোলোর ইনফরমেশন সেন্টার সিওক হেলথকেয়ারের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ৮/৯/২০২৩ এ স্বাস্থ্য বিষয়ক সাইন্টিফিক সেমিনার।
এই সেমিনারে ইন্ডিয়ার ব্যাঙ্গালোরের অ্যাপোলো হসপিটালের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশের স্বনামধন্য চিকিৎসকগন ও চিকিৎসা সেবার সাথে সরাসরি জড়িত প্রায় শতাধিক ব্যাক্তিবর্গ সেমিনারে উপস্থিত ছিলেন।
May be an image of ৯ people and text
এ অনুষ্ঠানে অ্যাপোলো হসপিটাল ব্যাঙ্গালোরের নাক কান গলা বিভাগের সিনিয়র সার্জন প্রফেসর ডাঃ সতিশ নায়ার ও নিওরো সার্জান (ব্রেন ও স্পাইন) বিভাগের বিশেষজ্ঞ ডাঃ শচীন জিআর এবং জনাব আবু বাকর সিদ্দিক ( হেড ইন্টারন্যাশনাল বিজনেস ব্যাঙ্গালোর) উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অ্যাপোলো ইনফরমেশন সেন্টার সিওক হেলথকেয়ার ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকার মেইন রোডে অবস্থিত। এছাড়াও খুলনা, যশোর, সাতক্ষীরা, রংপুর ও বরিশালে আঞ্চলিক ব্রাঞ্চ বা অ্যাপোলো ইনফরমেশন সেন্টার রয়েছে, যা SEOK Healthcare এর মাধ্যমে পরিচালিত হয়।May be an image of ৪ people, dais and text that says "SEOK Apollo HOSPITALS BANGALORE MediJourn Apollo Hospital's, Bangalore in-association with Medijourn and Seok Healthcare cordially welcome's to the CME program Neurosciences(Brain and Spine) & Ent, Head and Neck Surgery (Prof) Dr Sachin September Brain Venue: Hotel"
পূর্বের খবরসরকারের পতনে “বড় আন্দোলন” করতে চায় বিএনপি
পরবর্তি খবরলন্ডনে উদ্‌যাপিত হলো শাড়ি প্রদর্শনী ‘ভোগ ইন্ডিয়া’র প্রচ্ছদে