নিউজ২১ডেস্কঃ সিওক হেলথকেয়ারের মাধ্যমে চিকিৎসা বিষয়ে যাবতীয় সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে বিনামূল্য। ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকার মেইন রোডে অবস্থিত অ্যাপোলোর ইনফরমেশন সেন্টার সিওক হেলথকেয়ারের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ৮/৯/২০২৩ এ স্বাস্থ্য বিষয়ক সাইন্টিফিক সেমিনার।
এই সেমিনারে ইন্ডিয়ার ব্যাঙ্গালোরের অ্যাপোলো হসপিটালের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশের স্বনামধন্য চিকিৎসকগন ও চিকিৎসা সেবার সাথে সরাসরি জড়িত প্রায় শতাধিক ব্যাক্তিবর্গ সেমিনারে উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে অ্যাপোলো হসপিটাল ব্যাঙ্গালোরের নাক কান গলা বিভাগের সিনিয়র সার্জন প্রফেসর ডাঃ সতিশ নায়ার ও নিওরো সার্জান (ব্রেন ও স্পাইন) বিভাগের বিশেষজ্ঞ ডাঃ শচীন জিআর এবং জনাব আবু বাকর সিদ্দিক ( হেড ইন্টারন্যাশনাল বিজনেস ব্যাঙ্গালোর) উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অ্যাপোলো ইনফরমেশন সেন্টার সিওক হেলথকেয়ার ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকার মেইন রোডে অবস্থিত। এছাড়াও খুলনা, যশোর, সাতক্ষীরা, রংপুর ও বরিশালে আঞ্চলিক ব্রাঞ্চ বা অ্যাপোলো ইনফরমেশন সেন্টার রয়েছে, যা SEOK Healthcare এর মাধ্যমে পরিচালিত হয়।