নিজস্ব প্রতিনিধিঃ গতকাল শনিবার দুপুরে নারায়নগঞ্জের রুপগঞ্জে যাবার পথে রাজধানীর ডেমরায় এক সড়ক দুর্ঘটনায় বেলায়েত হোসেন খান বিল্লাল ইন্তেকাল মৃত্যুবরণ করেছেন। ডেমরার স্টাফ কোয়াটার এলাকায় সড়ক দূর্ঘটনায় মারান্তক আহত অবস্থায় ঢাকা ন্যাশনাল মেডিকেল ইন্সটিটিউট হাসপাতালে নেওয়া হলে শ্বাসনালী ছিদ্র হয়ে একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার বাদ এশা তার নিজ গ্রামের বাড়ি লৌহজং উপজেলার সাতঘড়িয়া জামে মসজিদে নামাজে জানাজা শেষে সাতঘড়িয়া কবরস্থানে দাফন করা হয়।
বেলায়েত হোসেন বিল্লাল খান নিবেদিত লৌহজং উপজেলার আওয়ামীলীগ নেতা প্রয়াত দরবেশ আলী খানের তৃতীয় পুত্র। লৌহজং উপজেলা আওয়ামী লীগ নেতা ও কুমারভোগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ খান ও বিশিষ্ট সমাজসেবক-সংগঠক গ্রামনগর বার্তার প্রকাশক খান নজরুল ইসলামের ছোট ভাই। এবং বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাসার খানের বড় ভাই।
মরহুম বেলায়েত হোসেন বিল্লাল খান মৃত্যুকালে মা, স্ত্রীসহ দুই শিশুপুত্র এক কন্যা রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, বীর মুক্তিযোদ্ধা ঢালী মোয়াজ্জেম হোসেন, মুন্সিগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক সমিতি ও বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম শরিফুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ওসমান গনী তালুকদার, লৌহজং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিএম শোয়েব, সাধারণ সম্পাদক আবদুর রশীদ শিকদার, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আবু ইউসুফ ফকির,আওয়ামীলীগ নেতা সালাম খান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এড. সঞ্জীব মন্ডল গভীর শোক প্রকাশ করেন।