শিশু আয়ানের মৃত্যুতে যথাযথ তদন্ত চেয়ে আদালতে রিট

143

অনলাইন ডেস্ক :

রাজধানীর বাড্ডায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ফুল অ্যানেস্থেশিয়া দিয়ে সুন্নতে খৎনা করায়, শিশু আয়ানের মৃত্যুর ঘটনাটি যথাযথ তদন্ত চেয়ে রিট দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে এবিএম শাহজাহান আকন্দ মাসুম জনস্বার্থে রিটটি দায়ের করেন।

রিটে এ ঘটনার যথাযথ তদন্ত এবং এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে।

সেইসাথে, এ ঘটনায় জড়িত চিকিৎসকদের সনদ বাতিলেরও আবেদন করা হয়েছে।

রাজধানীর একটি বেসরকারি স্কুলের নার্সারির শিক্ষার্থী ছিল শিশু আয়ান। গত ৩১ ডিসেম্বর তাকে ফুল অ্যানেস্থেশিয়া দিয়ে খৎনা করে বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল।

শিশু আয়ানের বাবা শামিম আহমেদের দাবি, হাসপাতালের অব্যবস্থাপনার কারণেই মৃত্যুর কোলে ঢোলে পড়েছে শিশুটি।

অপারেশনের কয়েক ঘণ্টা পরও জ্ঞান না ফেরায় সেখান থেকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয় আয়ানকে।

সেখানে ৭ দিন লাইফ সাপোর্টে থাকার পর রোববার (৭ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

পূর্বের খবরএবার ভোট পর্যবেক্ষক নিয়ে মুখ খুলল আমেরিকা ও যুক্তরাজ্য দূতাবাসের
পরবর্তি খবরসংসদ সদস্যদের শপথ আগামীকাল