অনলাইন ডেস্কঃ শাওমি Xiaomiতি সপ্তাহেই তাদের বহু প্রতীক্ষিত ক্যামেরা ফ্ল্যাগশিপ, Xiaomi 13T এবং 13T Pro লঞ্চ করছে। উৎকৃষ্ট মানের স্পেসিফিকেশনের পাশাপাশি এই ফোন দুটির অন্যতম আকর্ষণ দীর্ঘদিনব্যাপী সফ্টওয়্যার আপডেট পলিসি। Xiaomi 13T এবং 13T Pro চারটি মেজর অ্যান্ড্রয়েড আপডেটের পাশাপাশি পাঁচ বছরের সিকিউরিটি প্যাচ পাবে বলে শাওমি সেপ্টেম্বরের শুরুতেই ঘোষণা করেছিল। জানিয়ে রাখি এর আগে সংস্থা তিন বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপগ্রেড ও সর্বোচ্চ চার বছরের সিকিউরিটি আপডেট অফার করেছে।
Xiaomi 13T এবং 13T Pro-এ পাওয়া যাবে চারটি বড় অ্যান্ড্রয়েড আপডেট
শাওমি তাদের ১৩টি সিরিজের জন্য যে চারটি মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি প্যাচ প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছে, তা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস২৩ সিরিজের জন্য ঘোষণা করা সফ্টওয়্যার আপডেটের সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। আর গুগলের পিক্সেল ৭ সিরিজের ফোনগুলির জন্য অফার করা তিনটি প্রধান অ্যান্ড্রয়েড আপগ্রেডের চেয়ে ভালো।