শবে মেরাজে উপলক্ষ্যে রাষ্ট্রীয় ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বিশ্ব সুন্নি আন্দোলন

80

অনলাইন ডেস্ক:

শবে মেরাজ উদযাপন উপলক্ষ্যে সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বিশ্ব সুন্নি আন্দোলন। সত্য ও জীবনের উপলব্ধির জন্য অতি অপরিহার্য মৌলিক বিষয় ঈদে মেরাজ শরিফের মহান তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে বিশ্ব সুন্নি আন্দোলনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা এই দাবি জানান।

ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের প্রতিষ্ঠাতা ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভল্যুশনের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব আল্লামা শেখ রায়হান রাহবার।

এতে বক্তব্য রাখেন আবু আবরার চিশতি, সুফি আহমদ মোরশেদ, আল্লামা জাকের আহসান, শেখ হানিফ, আওয়াল কাদেরী, মাইনুদ্দিন টিটু, কৃষিবিদ মিজানুর রহমান, অ্যাডভোকেট শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্বের খবরনিরাপদ খাদ্য নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে :খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
পরবর্তি খবর২২ পেনাল্টির পর টসে শিরোপা হাতছাড়া বাংলাদেশের