রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালো এক যুবকের

70

অনলাইন ডেস্ক

রাজধানীর বিমানবন্দর সংলগ্ন কামারপুর এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের (২৮) এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা রেলওয়ে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মরমা জানান, রাত ৮টার দিকে কামারপুর এলাকায় রেললাইন পার হচ্ছিলেন ওই যুবক। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতারে নেন।

সেখান তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, নিহত যুবক ওই এলাকায় থাকতেন। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় জানা যাবে।

পূর্বের খবরবরিশালকে হারিয়ে টেবিলে চট্টগ্রাম দুইয়ে উঠে এলো
পরবর্তি খবরআন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য সভা উপলক্ষে সমন্বয় ডিএমপির নিরাপত্তা