নিজস্ব প্রতিবেদনঃ গত ১৪ এবং ১৫ ই মার্চ ২০২৫; মিরপুর ১১ নম্বর ঋদ্ধি গ্যালারীতে অনুষ্ঠিত হয়েছে ‘বসন্ত ঈদ উৎসব ২০২৫’। পবিত্র ঈদ উল ফিতরকে উপলক্ষ্য করে সন্মানিত ক্রেতারা যেন তাদের প্রয়োজনীয় দ্রব্যটি হাতের নাগালে যাচাই করে কিনতে পারেন সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে ‘Glow with Rodela’ ফেসবুক পেইজ থেকে উক্ত মেলার আয়োজন করা হয়েছে। সকল উদ্যোক্তাকে একই ছাদের নিচে রেখে তাদের পণ্য প্রচার এবং উদ্যোক্তাদের অভিজ্ঞতা তুলে ধরাই কথা সাহিত্যিক রোদেলা নীলা’র এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য।
মেলার উদ্বোধন করেছেন নাট্যব্যক্তিত্ব এবং মোটিভেশনাল স্পিকার চন্দা মাহজাবিন। “ হাল ছেড়োনা বন্ধু”র বক্তা নারী উদ্যোক্তাদের পাশাপাশি পুরুষ উদ্যোক্তাদেরকে জন সাধারণের সামনে নিয়ে আসবার আহ্বান জানান। অনলাইনে কিংবা আউটলেটে ব্যবসা বলতে আমরা কেবল জানি নারীদের পরিশ্রমের কথা, কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পুরুষ উদ্যোক্তারা তাদের নিজস্ব পণ্য নিয়ে মিডিয়ার সামনে যেন নিজেদের পরিচিত করতে পারেন, সেই ব্যাপারে হাল না ছেড়ে কাজটা মনোযোগ দিয়ে করতে বলেছেন। তিনি আরো যোগ করেন; সাফল্য কখনো এ্কবারে আসে না, তার জন্যে সময় দিয়ে তার পেছনে ধৈর্য্য ধরে থাকতে হয়।
মেলায় অংশগ্রহণ করেছে; Khadija grace (মুন্সিগঞ্জ ঢাকা), Limited Edition (যুক্তরাজ্য), Kolshi ( আস্থা আশা বাস্তবতা), AK Style House, Akota plastic Limited , Homemade Diet Food, Pinky Boutiques, Classy Touch, যাদুর হাট (ভালোবাসার পসরা),Farhana’s Fashion House, Colour বুটিকস, Beauty’s Glow, স্বপ্ন ছোঁয়া বাঙালিয়ানা, Fariya’s Fashion House, Luxury Mart, Heyan Business Centre, Naomi’s Fashion এবং Mithila’s Fashion।
বসন্ত ঈদ উৎসব ২০২৫ সফল করতে পুরো আয়োজনটি স্পন্সর করছে Hotel lodge Residential (কক্সবাজার), M.R Convention Center (বিরুলিয়া, সাভার, ঢাকা), Intimate Fashion Industries Limited. শপিং করে র্যাফেল ড্র জিতে সঙ্গীসহ কক্সবাজার হোটেল লজ আবাসিকে দুই দিন ফ্রি থাকার সুযোগ লুফে নিয়েছেন একজন ভাগ্যবান ক্রেতা।