ভালো গল্প পেলে সিনেমায় অভিনয় করতে আগ্রহী শর্মী ইসলাম

858
নিউজ ডেস্কঃ শর্মী ইসলাম। শোবিজ অঙ্গনের প্রথম কাজ এম লিটু করিম পরিচালনায় অন্তরালে বিশ্বাস নাটকে। প্রথম ক্যামেরার সামনে আশা হয় একটা ব্র্যান্ডের ম্যাগাজিনের ফটোশুট, এর পর থেকেই ছোট পর্দায় কাজের প্রস্তাব আসে তার। কাজ করেছেন ধারাবাহিক নাটক, একক নাটক, টেলিফিল্ম এবং বিজ্ঞাপনে। ক্যারিয়ারের নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন আমাদের প্রতিনিধির সাথে। এক কথায় দর্শকদের ভালবাসা আর ভালো কাজের মাধ্যমে এগিয়ে তে চান শর্মী ইসলাম।
May be an image of 1 person

প্রশ্নঃ প্রথম নাটকের অনুভূতি কেমন ছিল?

শর্মী ইসলামঃ শুটিংয়ের আগের দিন খুব টেনশনে ছিলাম, ভিতরে ভিতরে অস্থিরতা কাজ করত, তারপর শুটিংয়ের দিন যখন স্পটে গেলাম আর ক্যামেরার সামনে যখন দাঁড়ালাম তখন অবিশ্বাস্যভাবে আমার সব অস্থিরতা নার্ভাসনেস, সব দূর হয়ে গেল আর কনফিডেন্স লেভেল বেড়ে গেলো নিজের অজান্তেই, আর আমার পরিচালকের আন্তরিকতা, আর ডিরেকশন তা এতো ভালো ছিল যে আমার মনে হয়নাই যে এইটা আমার প্রথম কাজ এবং আমি ক্যামেরার সামনে আছি, আর এমনিতেই ছোট বেলা থেকে আমার কনফিডেন্স টা একটু বেশিই।May be an image of 1 person and smiling

প্রশ্নঃ অভিনয়ের সঙ্গে যুক্ত ও আগ্রহ জন্মালো কীভাবে?

শর্মী ইসলামঃ এক কথায় বলতে গেলে বাবা-মার ইচ্ছা ছিল এবং নিজেরও শখ ছিল। আমি ছোটবেলা থেকেই থিয়েটারের সঙ্গে জড়িত ছিলাম।বিভিন্ন অনুষ্ঠানে নাচ, অভিনয়, নাটক করতাম। এভাবেই পথ চলা।

প্রশ্নঃ অভিনয়ে চ্যালেঞ্জ কি বলে মনে করেন?

শর্মী ইসলামঃ অভিনয়টাই আমার কাছে একটা চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ এই জন্য যে আমাদের শুভাকাঙ্খীরা ভালো আছে, খারাপও আছে, আলোচনাও আছে সমালোচনা আছে, আবার অনেক আছে হিংসা, জেলাস, অনেকে চায় আমি ভালোভাবে এগিয়ে যাই ভালো কিছু করি, আর যারা আসলে হিংসা করে সমালোচনা করে, খারাপ চায়, যারা নিন্দুক তাদের সাথে আমার চ্যালেঞ্জ। আর খুশির খবর এই যে আল্লাহর রহমতে পথ চলছি। কেউ আমাকে থামিয়ে রাখতে পারেনি এবং পারবেও না ইনশাআল্লাহ।May be an image of 1 person, smiling and jewellery

প্রশ্নঃ সাম্প্রতিক সময়ে কি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন?

শর্মী ইসলামঃ মায়ার বাঁধন নামে একটি ধারাবাহিক নাটকের কাজ শেষ করলাম। রচনা এবং পরিচালনায় রুলীন রহমান।

প্রশ্নঃ বিজ্ঞাপণ চিত্রে কাজ করছেন? কি কি?

শর্মী ইসলামঃ হ্যাঁ। একটি কুরিয়ার সার্ভিসের বিজ্ঞাপন করেছি। বিজ্ঞাপনে- জি কুরিয়ার সার্ভিস।

প্রশ্নঃ উপস্থাপনার পরিকল্পনা আছে কি না?

শর্মী ইসলামঃ উপস্থাপনা করার পরিকল্পনা আছে, আগে করা হয়নি।কিছু টিভি শো’র ব্যাপারে কথা চলছে।

প্রশ্নঃ আপনার ক্যারিয়ারের সেরা কাজ কোনটি?

শর্মী ইসলামঃ এম সাখাওয়াত হোসেনের খেয়া এবং ওভার দ্য গেম। এখন মায়ার বাঁধন নাটকটি করেও ভালো লেগেছে।May be an image of 1 person

প্রশ্নঃ বড় পর্দায় অভিনয়ের পরিকল্পনা আছে কি না এবং আপনাকে কবে বড় পর্দায় দেখতে পাব?

শর্মী ইসলামঃ বড় পর্দায় প্রস্তাব আসছে, ব্যাটে বলে মিলছে না, গল্পও ভালো লাগছে না। সারপ্রাইজ থাকবে, কিন্তু গল্প আমার মনমতো হলে তাহলে বড়পর্দায় কাজ করব।

প্রশ্নঃ ওটিটি প্লাটফর্মে কাজ করছে অনেকেই আপনার পরিকল্পনা কি?

শর্মী ইসলামঃ ওটিতে কাজ করার ইচ্ছা আছে তবে ওটিটিতে এই মুহূর্তে জড়াতে চাচ্ছি না।

প্রশ্নঃ অভিনয় বা গানে কাকে আদর্শ মনে করেন?

শর্মী ইসলামঃ সবাইকেই, আদর্শ অনেকেই আছে, সবাইকে ভালো লাগে।

প্রশ্নঃ পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান?

শর্মী ইসলামঃ পাঁচ বছর আমি একজন প্রতিষ্ঠিত জনপ্রিয় অভিনেত্রী শর্মী ইসলামকে দেখতে চাই।
পূর্বের খবর১৪ দলীয় জোট ভেঙে দিয়ে আওয়ামী লীগ কি একলাই নির্বাচনে লড়তে চাইছে?
পরবর্তি খবরআওয়ামী লীগের ‘দলীয়’ স্বতন্ত্র প্রার্থিতায় বিশৃঙ্খলার শঙ্কা নির্বাচনী মাঠে