‘ভারতের চোখ কী বাংলাদেশের নির্বাচনের পরবর্তী পরিবেশ’

132

অনলাইন ডেস্কঃ বাংলাদেশে নির্বাচনের সিজন এলেই সেখানে যে পড়শি দেশটির প্রকাশ্য বা অপ্রকাশ্য ‘ভূমিকা’ নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়ে থাকে তা নি:সন্দেহে ভারত। বাংলাদেশে বিগত তিনটি সংসদ নির্বাচনে না না ধরনের ভূমিকা ছিল ভারতের।

বাংলাদেশের নির্বাচনে কে জয়ী হবে সেটি নিয়ে অনিশ্চয়তা না থাকলেও নির্বাচনের পরে কী ঘটে সেদিকে ভারত নজর রাখছে বলে মনে করেন দেশটির সাবেক পুলিশ কর্মকর্তা শান্তনু মুখোপাধ্যায়৷ ভারতের সঙ্গে এরপর সম্পর্ক কেমন হবে. কিংবা অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক কেমন হয় ভারত এখন সেদিকে দৃষ্টি রাখছে বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক৷

বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একান্তভাবেই সে দেশের নাগরিকদের, এটাই সরকারিভাবে ভারতের ঘোষিত অবস্থান। পরপর দুটো প্রশ্নবিদ্ধ সংসদীয় নির্বাচন করেও বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যে একটানা পনেরো বছর ধরে ক্ষমতায় আছে, সেটাও ভারতের সক্রিয় সমর্থন ও সহযোগিতা ছাড়া কিছুতেই সম্ভব হত না বলে বাংলাদেশে অনেকেই বিশ্বাস করেন। প্রকাশ্যে তারা সে কথা বলেনও।

https://www.dw.com/embed/480/av-67900701

পূর্বের খবর৪ বিশ্বকাপজয়ী জাগালো এখন পরপারে
পরবর্তি খবরঢাকা-১৮ আসনে জরিপে বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের ট্রাক মার্কার জয় সুনিশ্চিত