চলে গেল খ্রিস্টীয় আরও একটি বছর। বিদায় ২০২৩। স্বাগত ২০২৪। ‘হ্যাপি নিউ ইয়ার’। নানা রঙের আলোর ঝলকানি, আতশবাজি আর ফানুস উড়িয়ে শান্তির আহ্বান সর্বত্র। বিশ্বের বিভিন্ন দেশের মতো ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাল বাংলাদেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
রাত ১২টা ১ মিনিটে শুরু হলো নতুন বছর ২০২৪। সময়ের পরিক্রমায় মহাকালে হারিয়ে গেল আরেকটি বছর। শুরু হলো নতুন বছরের পরিক্রমা।
বাঙালি জাতির কাছে বাংলা নববর্ষ বিশেষ গুরুত্ব বহন করে। তবে ইংরেজি সাল গণনা করেই চলে আমাদের অধিকাংশ কর্মকাণ্ড। ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় কাজে সর্বত্র ইংরেজি সালের ওপর নির্ভর করি আমরা।
নতুন বছরে পুরোনো সব অনিশ্চয়তা, ব্যর্থতা ভুলে নতুন করে আশায় বুক বাধে মানুষ। নতুন করে স্বপ্ন দেখে, পরিকল্পনা প্রণয়ন, আর সুন্দর আগামীর প্রত্যাশা করেন সবাই।