বিএনপি-জামায়াতের কর্মসূচিতে সমর্থন জানালো ইসলামী আন্দোলন বাংলাদেশ

102
ঢাকাঃ এবার বিএনপি-জামায়াতের এক দফার আন্দোলনের কর্মসূচিতে সমর্থন জানালো ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাংলাদেশঅবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে সরকারকে পদত্যাগে বাধ্য করতে, বিএনপি-জামায়াতের এক দফা আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (৩ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় দলটির নেতা চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এ ঘোষণা দেন।

রেজাউল করিম বলেন, “জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও অবৈধ সরকারের পতনের দাবিতে, বিএনপিসহ বিরোধী দলগুলোর সব শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি আমি সমর্থন ঘোষণা করছি।” তিনি সরকারকে ১০ নভেম্বরের মধ্যে পদত্যাগ করে, সব নিবন্ধিত ও প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত একটি জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।

রেজাউল করিম বলেন, “বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে রাষ্ট্রপতির উচিত আগামী এক সপ্তাহের মধ্যে বিএনপিসহ সব কারাবন্দী শীর্ষ নেতাকে মুক্তি দিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংলাপ শুরু করা।সরকার যদি এসব দাবি মেনে না নেয়, তাহলে আমরা সব আন্দোলনকারী বিরোধী দলের সঙ্গে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবো।”

পূর্বের খবরমির্জা ফখরুলের মুক্তি দাবি করেছেন ৬৮ জন বিশিষ্ট নাগরিক
পরবর্তি খবরবিএনপিকে সমর্থন ইসলামী আন্দোলনের, ইসলামপন্থী অন্য দলগুলো কী ভাবছে