বিএনপির ছয় দিনের নতুন কর্মসূচি ঘোষণা

100

অনলাইন ডেস্ক:

সাত জানুয়ারির নির্বাচন বাতিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে ছয় দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রোববার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, আগামী ১৩, ১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার ও বুধবার ঢাকাসহ দেশের সকল মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ও ১৬ ফেব্রুয়ারী শুক্রবার সারাদেশে বাংলাদেশ এবং ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যান্তরে শহীদ বাংলাদেশীদের স্মরণে বাদজুম্মা দেশের সকল মসজিদে দোয়া ও মাগফিরাত কামণা করা হবে।

এছাড়া, ১৭ তারিখ শনিবার সকল জেলা শহরে গনসংযোগ ও লিফলেট বিতরণ। ১৮ এবং ১৯ তারিখ রবি ও সোমবার দেশের সকল উপজেলা, থানা, পৌরসভায় ও ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ ও লীফলেট বিতরণ করবে বিএনপি।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, কাজী সাইয়েদুল আলম বাবুল, নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. আব্দুর রহিম প্রমুখ।

পূর্বের খবররপ্তানিপণ্যের বাজার সম্প্রসারণে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
পরবর্তি খবরপবিত্র শবে বরাত কবে জানা যাবে আজ সন্ধায়