বাংলাদেশে রাজনৈতিক কর্মসূচি ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলতে পারে

117

ঢাকাঃ বাংলাদেশে নির্বাচন বাতিলের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের অন্তত ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত তাদের চলমান দেশব্যাপী প্রতিবাদ প্রচারণা চালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে এক প্রতিবেদনে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি, প্রচারণার সময়সমীমা থাকবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত। ১৫ নভেম্বর তফসিল ঘোষণার পর বিরোধী ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের কর্মীরা নির্বাচন কমিশনের দিকে মিছিল করলে পুলিশ তাদের বাধা দেয়। বেশ কয়েকটি বিরোধী দল ১৬ নভেম্বর থেকে বিক্ষোভের ডাক দিয়েছে এবং সম্ভবত আগামী দিনগুলোতে তারা হরতাল পালন করবে৷ বাংলাদেশ লেবার পার্টি ১৯-২০ নভেম্বর দেশব্যাপী অবরোধ হরতালের ডাক দিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আসন্ন সপ্তাহগুলোতে অন্যান্য গোষ্ঠীসহ রাজনৈতিক দলগুলোর দ্বারা আরও বিক্ষোভের সম্ভাবনা রয়েছে। এই ধরনের সমাবেশের সময় পাল্টা-বিক্ষোভ সামান্য-কোন নোটিশে বাস্তবায়িত হতে পারে। সম্ভাব্য সমাবেশস্থলের মধ্যে রয়েছে নির্বাচন কমিশন, রাজনৈতিক দলের কার্যালয়, পুলিশ স্টেশন, বিশিষ্ট সরকারি ভবন, জাদুঘর, পাবলিক স্কোয়ার, খেলার মাঠ, মসজিদ, প্রেসক্লাব এবং প্রধান সড়ক।

প্রধান বিরোধী দল বাংলাদেশ ন্যাশনাল পার্টি (বিএনপি) এবং তার সহযোগীরা বর্তমান প্রশাসনের পদত্যাগ এবং একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সাধারণ নির্বাচনের দাবিতে পরিবহন অবরোধ ও প্রতিবাদ প্রচারণা চালিয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে জানিয়েছে ক্রাইসিস২৪। অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনাসহ সংশ্লিষ্ট বিক্ষোভগুলি কিছু অনুষ্ঠানে সহিংস রূপ নিয়েছে। বিএনপি কর্মীরা বাংলাদেশ সচিবালয়, নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়সহ ঢাকার বিশিষ্ট সরকারি ভবনের কাছে অবস্থান বিক্ষোভ ও অবরোধের হুমকিও দিয়েছে।

ক্রাইসিস২৪ তার প্রতিবেদনে বলেছে, যদিও অংশগ্রহণ স্থানীয় এবং স্পনসরিং রাজনৈতিক গোষ্ঠী অনুসারে পরিবর্তিত হবে, পূর্ববর্তী ইভেন্টগুলোতে কয়েক হাজার অংশগ্রহণকারী আসতে পারেন। সবচেয়ে বেশি ভোট পড়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম ও ঢাকার মতো প্রধান নগর কেন্দ্রে। সাংগঠনিক সমস্যা এবং/অথবা আইন প্রয়োগকারী বিধিনিষেধের কারণে সংগঠকরা সংক্ষিপ্ত নোটিশে কোনো পরিকল্পিত পদক্ষেপ বাতিল বা বিলম্বিত করতে পারে। একটি বর্ধিত নিরাপত্তা উপস্থিতি এবং সংশ্লিষ্ট পরিবহন ও ব্যবসায়িক বিঘ্ন ঘটতে পারে এমন যেকোনো সমাবেশের আশেপাশে যা বাস্তবায়িত হয়। নিরাপত্তার ঘটনার প্রতিক্রিয়ায় কর্মকর্তারা গণগ্রেপ্তার এবং/অথবা লাঠি চার্জ এবং টিয়ার গ্যাসসহ বল প্রয়োগের অবলম্বন করতে পারে। পুলিশ-কর্মীদের মধ্যে সংঘর্ষের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শিবিরের সদস্যদের মধ্যে সংঘর্ষ উড়িয়ে দেওয়া যায় না। অগ্নিসংযোগ এবং ভাঙচুরের আরও কাজসহ সহিংসতা সম্ভব।

সুত্রঃ ক্রাইসিস২৪

পূর্বের খবরসংসদ নির্বাচনের ‘একতরফা’ তফসিল ঘোষণার প্রতিবাদে ৪৮ ঘণ্টা হরতালের ডাক বিএনপির
পরবর্তি খবরআওয়ামী লীগ সরকার কোনো সমঝোতা ছাড়াই একতরফা নির্বাচন কেন করছে?