সংবাদ সম্মেলনে স্টিফেন ডুজারিককে প্রশ্ন করতে গিয়ে উপস্থিত এক বাংলাদেশি সাংবাদিক বলেন, ‘বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের দাবি পূরণে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। কিন্তু প্রধান বিরোধী দল বিএনপি ৪ নভেম্বর অনুষ্ঠিত সংলাপে অংশ নেয়নি।’ এ সময় চলমান অবরোধ, সহিংসতা ও হতাহতের উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি নির্বাচন কমিশনের সংলাপে অংশ না নিলেও সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছে।’
জবাবে ডুজারিক বলেন, ‘এ বিষয়ে আমার বিস্তারিত জানা নেই। কেন একটি পক্ষ সংলাপে অংশ নেয়নি, তা বলতে পারছি না। আমি আপনাকে যা বলতে পারি তা হলো আমরা (জাতিসংঘ) বাংলাদেশে সহিংসতামুক্ত একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আশা করছি।’ এ সময় তিনি আরো বলেন, ‘গ্রেফতার হওয়া বিপুলসংখ্যক মানুষের বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি।’