বাংলাদেশে বিপুল সংখ্যক গ্রেফতারে উদ্বেগ জাতিসংঘের

92
অনলাইন ডেস্ক: বাংলাদেশে বিপুলসংখ্যক মানুষ গ্রেফতার হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে এখানে সহিংসতামুক্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশাও ব্যক্ত করেছে বৈশ্বিক রাষ্ট্রজোটটি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় অনুযায়ী সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিকের বক্তব্যে এসব কথা উঠে আসে।

সংবাদ সম্মেলনে স্টিফেন ডুজারিককে প্রশ্ন করতে গিয়ে উপস্থিত এক বাংলাদেশি সাংবাদিক বলেন, ‘‌বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের দাবি পূরণে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। কিন্তু প্রধান বিরোধী দল বিএনপি ৪ নভেম্বর অনুষ্ঠিত সংলাপে অংশ নেয়নি।’ এ সময় চলমান অবরোধ, সহিংসতা ও হতাহতের উল্লেখ করে তিনি বলেন, ‘‌বিএনপি নির্বাচন কমিশনের সংলাপে অংশ না নিলেও সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছে।’

জবাবে ডুজারিক বলেন, ‘এ বিষয়ে আমার বিস্তারিত জানা নেই। কেন একটি পক্ষ সংলাপে অংশ নেয়নি, তা বলতে পারছি না। আমি আপনাকে যা বলতে পারি তা হলো আমরা (জাতিসংঘ) বাংলাদেশে সহিংসতামুক্ত একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আশা করছি।’ এ সময় তিনি আরো বলেন, ‘গ্রেফতার হওয়া বিপুলসংখ্যক মানুষের বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি।’

পূর্বের খবরবিএনপি ও সমমনা দলের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে
পরবর্তি খবররাষ্ট্রপতির সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসি’র বৈঠক