বাংলাদেশের সংসদ নির্বাচনে ভারতের পর্যবেক্ষণ যুক্তরাষ্ট্রকে দেওয়া হবে

192
ঢাকাঃ বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারত পর্যবেক্ষণ করছে। এই নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে ভারত বিশ্লেষণ করছে এবং এ ব্যাপারে একটি পূর্ণাঙ্গ মূল্যায়ন প্রতিবেদন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দেওয়া হবে। একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই মূল্যায়ন প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভারতও বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে তাদের সুস্পষ্ট কিছু অবস্থান গ্রহণ করেছে। যেমন, ভারত বাংলাদেশ সরকারকে জানিয়ে দিয়েছে যে, নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। কোনও ব্যক্তিকে জেতানো বা হারানোর জন্য কোন পক্ষপাত করা যাবে না। দ্বিতীয়ত নির্বাচন কমিশনকে স্বাধীন নিরপেক্ষ ভাবে কাজ করতে হবে। নির্বাচন কমিশন যেন দৃশ্যমানভাবে ক্ষমতাশালী হয়। যেকোনো কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে যেন কারও দিকে তাকিয়ে থাকতে না হয়। তৃতীয়ত নির্বাচনে যারা প্রার্থী হবে তারা যেন সবাই সমান সুযোগ সুবিধা পায় তা নিশ্চিত করতে হবে। যে সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছে তাদেরকে সমান সুযোগ দিতে হবে, সংসদে তাদের যাই আসন থাকুক না কেন।

 

Thumbnail

পূর্বের খবরদেশে শীতের তীব্রতা বাড়বে, আসছে শৈত্যপ্রবাহ
পরবর্তি খবরগাজীপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সভায় সাবেক মেয়র জাহাঙ্গীর