বাংলাদেশের কাছে ধবলধোলাই ওয়েস্ট ইন্ডিজ

71

টি–টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। সেই কীর্তি গড়ার পথে বোলিংয়ে বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে তাঁদেরই মাটিতে ধবলধোলাইয়ের পর হাসিমুখে যেন নতুন এক বাংলাদেশ ক্রিকেট। 

 

 

ব্যাটে রান না পেলেও অধিনায়কত্বে পুষিয়ে দিয়েছেন লিটন। সিরিজ জয়ের ট্রফিটা বুঝে নিচ্ছেন
ওয়েস্ট ইন্ডিজে ব্যাটে রান না পেলেও সিরিজ জয়ের ট্রফিটা বুঝে নিয়ে অধিনায়কত্বে পুষিয়ে দিয়েছেন লিটন

ওয়েস্ট ইন্ডিজ তখন ধুঁকছে। ৪৮ বলে পেরোতে হবে ১০৮ রানের পর্বত। হাতে মাত্র ৪ উইকেট থাকায় লক্ষ্যটা সেন্ট ভিনসেন্টের শীর্ষ চূড়া লা সুফিয়েরের চেয়েও দূর্লঙ্ঘ্য মনে হচ্ছিল। ধারাভাষ্যকক্ষে ইয়ান বিশপ তখন মাইক্রোফোন হাতে। অনেকটাই বক্তৃতার সুরে যা বললেন তাঁর সারসংক্ষেপ এমন, বাংলাদেশের এই দলটাই ভবিষ্যত। প্রতিভার ছড়াছড়ি। বোলিং ইউনিটটি অবিশ্বাস্য। কোচ ফিল সিমন্সকে সময় দিন। ভাবুন, এগোতে চাইলে এটাই ভিত। এখন না হলে আর কখনোই নয়!

 

তিন দশে ৩০, বিশ্ব রেকর্ড ও জাকেরের যত কীর্তি

 

 

ছক্কার রেকর্ড গড়েছেন জাকের আলী
ছক্কার রেকর্ড গড়েছেন ব্যাট হাতে জাকের আলী ভেঙেছেন বাংলাদেশের অনেক রেকর্ড…

টি–টোয়েন্টি সিরিজে তিন দশে ৩০ উইকেটে বিশ্ব রেকর্ড

 

সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করার পথে ৩০ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ডও করে ফেলল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এর আগে কোনো দল প্রতিপক্ষকে তিনবার অলআউট করতে পারেনি। এর আগে কোনো দল নিতে পেরেছে সর্বোচ্চ ২৯ উইকেট। গত মাসেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সেই রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া। তিন ম্যাচে ২৮ উইকেট নেওয়ার ঘটনা আছে আটটি। বাংলাদেশ এর আগে টি-টোয়েন্টিতে তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ ২২টি উইকেট নিতে পেরেছিল তিনবার—২০১২ সালে আয়ারল্যান্ড সফরে, ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে এবং ২০২৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠেই। টি-টোয়েন্টিতে চার বা এর বেশি ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে সব ম্যাচে অলআউট করার কোনো উদাহরণ নেই।

৮০
তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ের ব্যবধান। রানের হিসাবে এর চেয়ে বড় ব্যবধানে জয় একবারই। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে (৮৪ রানে)।

জাকের আলীর যত রেকর্ড

সিরিজে জাকের আলীর ছক্কা, যা দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের রেকর্ড। এর আগে ৭টির বেশি ছক্কা ছিল না আর কারও। বহুজাতিক টুর্নামেন্ট মিলিয়েই বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এর চেয়ে বেশি ছক্কা আছে শুধু তামিম ইকবালের—২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪টি।

২১
২০২৪ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জাকেরের ছক্কা। যা এক পঞ্জিকা বর্ষে বাংলাদেশের যৌথ সর্বোচ্চ। এ বছরই ২১টি ছক্কা মেরেছেন তাওহিদ হৃদয়ও।

ম্যাচসেরার পুরস্কার হাতে জাকের আলী, আজ শেষ টি–টোয়ে্টি
ম্যাচসেরার পুরস্কার হাতে জাকের আলী
টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয়বার এক ম্যাচে ৬টি ছক্কা মেরেছেন জাকের। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান একাধিকবার পাঁচটি ছক্কাই মারতে পারেননি।
৭২*
জাকের আলীর ৭২, টি-টোয়েন্টিতে পাঁচে নেমে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ৬৩* তাওহিদ হৃদয়ের, গত অক্টোবরে হায়দরাবাদে ভারতের বিপক্ষে।

জাকের আলীই তো ম্যান অব দ্য ট্যুর

 

 

টি–টোয়েন্টি সিরিজের ট্রফি হাতে লিটন দাস
টি–টোয়েন্টি সিরিজের ট্রফি হাতে লিটন দাসক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টিতে ধবলধোলাই

 

বাংলাদেশ প্রতিপক্ষকে ধবলধোলাই করেছে ৬টি সিরিজে। দেশে ৩টি, দেশের বাইরে ৩টি।

ফল বিপক্ষ সাল
৩–০ আয়ারল্যান্ড* ২০১২
২–০ জিম্বাবুয়ে ২০২০
২–০ আরব আমিরাত* ২০২২
৩–০ ইংল্যান্ড ২০২৩
২–০ আফগানিস্তান ২০২৩
৩–০ ওয়েস্ট ইন্ডিজ* ২০২৪

 

সুযোগ না পাওয়া সেন্ট ভিনসেন্টেই মেহেদীতে রাঙানো এক সিরিজ

সিরিজের শীর্ষ পাঁচ

ব্যাটসম্যান

 

ইনিংস রান সর্বোচ্চ স্ট্রাইক রেট ৫০
জাকের আলী ১২০ ৭২* ১৩৬.৩৬
রোভম্যান পাওয়েল ৬৮ ৬০ ১২৫.৯২
শামীম হোসেন ৬৪ ৩৫* ১৮৮.২৩
জনসন চার্লস ৫৭ ২৩ ১৩৫.৭১
মেহেদী হাসান মিরাজ ৫৫ ২৯ ১১৪.৫৮

বোলার

ওভার উইকেট সেরা ইকো.
মেহেদী হাসান ১১.০ ৪/১৩ ৪.১৮
তাসকিন আহমেদ ১১.১ ৩/১৬ ৬.৬২
রিশাদ হোসেন ১১.০ ৩/২১ ৫.৯০
হাসান মাহমুদ ৯.৫ ২/১৮ ৫.০৮
তানজিম হাসান ১১.০ ২/২২ ৯.০৯

                        
৮০ রানের জয়ে ঐতিহাসিক ধবলধোলাই!

 

পূর্বের খবরআগামী ২৬ ডিসেম্বর ‘নিউজ ২১ পার্সন অব দ্যা ইয়ার ২০২২-২৩’ সম্মাননা প্রদান আনুষ্ঠান
পরবর্তি খবরবাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে লেকচার দেওয়া ভারতের মানায় নাঃ পার্থ এস ঘোষ