নিউজ২১ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চরম হস্তক্ষেপের অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ রাশিয়ার, পিটার হাসের বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চরম হস্তক্ষেপের অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।
গত ২৮ অক্টোবর সরকারের পদত্যাগ দাবিতে বিএনপির সমাবেশের পর বিএনপি ও জামায়াত যখন সারাদেশে হরতাল ও অবরোধ করছে, এমন সময়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন বক্তব্য এল।
অনেক দিন ধরেই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। রাষ্ট্রদূত পিটার হাস সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও মন্ত্রীদের সঙ্গে দেখাও করেছেন।
‘শর্তহীন সংলাপের’ আহ্বান জানিয়ে ৩ রাজনৈতিক দলকে ডোলান্ড লু’র চিঠি
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোলান্ড লু’র ৩ রাজনৈতিক দলকে ‘শর্তহীন সংলাপের’ আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে গত ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে নিঃশর্ত সংলাপের আহ্বান জানিয়ে চিঠিও দিয়েছেন।