‘বহুদলীয় গণতান্ত্রিক নির্বাচনের বিভ্রম তৈরি করছে আওয়ামী লীগ’: শ্রীরাধা দত্ত

116
অনলাইন ডেস্কঃ  ‘দেশে বহুদলীয় গণতান্ত্রিক নির্বাচনের বিভ্রম তৈরি করছে আওয়ামী লীগ’। ভারতীয় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শ্রীরাধা দত্ত মনে করেন, বাংলাদেশের ক্ষমতাসীন দল বহুদলীয় গণতান্ত্রিক নির্বাচনের একটি বিভ্রম তৈরি করছে৷

তবে একটি বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে করা এই নির্বাচনকে শেষ পর্যন্ত বহুদলীয়, অবাধ ও সুষ্ঠু বলা যাবে না৷ ‘আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো থাকবে না’ এমন ধারণার ভিত্তি এখন নেই বলেও মনে করেন এই অধ্যাপক৷

তিনি বলেন, বর্তমানে যা হচ্ছে এটাকে নির্বাচন ভাবার কোনো কারণ নেই। এ পরিস্থিতির জন্য সরকারি দলই দায়ী। দিনভর দলটির মন্ত্রী-নেতারা যেভাবে অসত্য বলে যাচ্ছেন তাতে তারা জনগণকে বেকুব মনে করছেন। ২০১৪, ২০১৮’র নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি বলেই তারা বর্তমান নির্বাচন নিয়ে আরেক ধরনের ধোঁকা দেয়ার জন্য সাজানো ব্যবস্থা তৈরি করেছে।

রাজনীতি এখন চলে গেছে পেশিশক্তির দখলে। হলফনামায় দেয়া সম্পদের যে হিসাব প্রকাশ হয়েছে তাতে এমপি, মন্ত্রী হওয়া যেন এখন লাভজনক বিনিয়োগ। রাজনীতিকরা এই রাষ্ট্রের জন্মের অঙ্গীকারের কথা ভুলে গেছেন।

https://tvdownloaddw-a.akamaihd.net/…/dwvgben240102…

দেখুন পুরো সাক্ষাৎকারটি৷

পূর্বের খবরএখন প্রশ্ন একটাই ভোটের মাঠে বিরোধী দল কে?
পরবর্তি খবরভিসামুক্ত প্রবেশাধিকার দিচ্ছে চীন-থাইল্যান্ড