নিজস্ব প্রতিবেদকঃ এবারের অমর একুশের বইমেলা ২০২৪ আজ শুক্রবার ৯ ফেব্রুয়ারি বিকেল থেকে “ডাক দিয়ে যায়” বইটি পাওয়া যাবে জিনিয়াস পাবলিকেশনে প্রচ্ছদ একেছেন ধ্রব এষ। দেশের আলোচিত ঔপন্যাসিক ফেরদৌস হাসান রানার মুক্তিযুদ্ধের উপন্যাস “ডাক দিয়ে যায়” প্রকাশক মোঃ হাবিবুর রহমানের জিনিয়াস পাবলিকেশনস্ থেকে প্রকাশিত হচ্ছে।
ফেরদৌস হাসান রানা যিনি একাধারে একজন কবি,নাট্যকার,গীতিকার,ঔপন্যাসিক,চলচ্চিত্রকার। তার পরিচালিত প্রায় হাজারের ওপর নাটক বিভিন্ন টেলিভিশনে প্রচারিত হয়েছে, তার লেখা গল্প ও চিত্রনাট্যে শতাধিক চলচ্চিত্র নির্মাণ হয়েছে বিভিন্ন সময়ে নানা পরিচালকের মাধমে। ফেরদৌস হাসান যার পুরো নাম আকতার ফেরদৌস রানা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা। বর্তমান দেশের মিডিয়া অঙ্গনে ফেরদৌস হাসান এক আলোচিত নাম। প্রতিবারের মতো তার রচিত উপন্যাস “ডাক দিয়ে যায়” এবারের বই মেলায়ও সর্বাধিক বিক্রিত বই হিসেবে সাড়া ফেলবে এবং পাঠকের প্রশংসা কুড়াবে বলে আশা করছি।
ফেরদৌস হাসান তার রচিত উপন্যাস সম্পর্কে প্রতিক্রিয়ায় যা বলেছেন, “অলৌকিক বাতাসের গান” উপন্যাসটি লিখতে আমার ৪০ বছর লেগেছিল। আর “ডাক দিয়ে যায়” লিখতে লাগলো ৫৩ বছর। এই উপন্যাসটি লেখার সাহস করতে লেগে গেলো যুগযুগ। তা-ও মনে হচ্ছে পারিনি। তবে আপনি যদি সংগ্রহ করে পড়েন তাহলে মনে করবো পেরেছি। স্টেনগান হতে এই ছবিটি আমার,এই উপন্যাসের সেই দুরন্ত কিশোর। আর নিচের ছবিটিও আমার। কী যেন খুঁজছি! এ-তো বছর পর কী সে-ই আমাকে?
ফেরদৌস হাসান বাংলাদেশের সাংস্কৃতিক জগতে একটি পরিচিত নাম। তাঁর বহু পরিচয় তিনি একদিকে নাট্যকার,গীতিকবি,ঔপন্যাসিক, হাজারের ওপর নাটক-সিনেমার পরিচালক। তাঁর উপন্যাসে উঠে আসে সাধারন মানুষের জীবন। “ডাক দিয়ে যায়” এই উপন্যোসের সব চেয়ে উল্লেখযোগ্য হল এর ভাষা। এমন মেদহীন, পরিমিত এবং সংযত এই ভাষা যে ব্যবহৃত শব্দগুলি হয়ে উঠেছে শানিত ও লক্ষভেদী। তার লেখা পড়লে খুব সহজ মনে হয়,কিন্ত লিখতে গেলে বোঝা যাবে কত কঠিন। যিনি অবলীলায় এমন ভাষায় লিখে যান তিনি ভাষার যাদুকর। ফেরদৌস হাসানকে অভিনন্দন।”
“ডাক দিয়ে যায়” বইটির প্রকাশক হাবিবুর রহমানের জিনিয়াস পাবলিকেশন প্রকাশ করেছে।
কপি সংগ্রহ করতে চাইলে অমর একুশের বই মেলা, জিনিয়াস পাবলিকেশন, প্যাভিলিয়ন নং ৩। (টিএসসির দিক দিয়ে প্রবেশের পথে।),সরোওয়ার্দি উদ্যান।
নাট্য পরিচালক সাইফুর রহমান সুজন ফেরদৌস হাসান সম্পর্কে তার ফেসবুক ওয়ালে লিখেছেন,
সাংবাদিক শরিফুল ইসলাম খান ফেরদৌস হাসান সম্পর্কে জানান, ফেরদৌস হাসান ‘রানা’ ভাই আমার অনেক অনেক পছন্দের একটা মানুষ কিন্তু সে আমাকে পছন্দ করে কিনা সেটা জানা নাই তবুও আমি তাকে অনেক ভালোবাসি। তার গল্প বলার সৌন্দর্য ও শক্তিশালী লেখনি আমাকে সব সময় কাছে টানে। তার নির্মিত নাটক আমাকে আবিভূত করে।