ঢাকাঃ আজ একুশের বইমেলায় দেশের আলোচিত ঔপন্যাসিক ফেরদৌস হাসান রানার মুক্তিযুদ্ধের উপন্যাস “ডাক দিয়ে যায়” এসেছে।সন্ধ্যায় মেলা প্রাঙ্গনে “ডাক দিয়ে যায়” বইটির মোড়ক উন্মোচিত হয়।
ফেরদৌস হাসান রানা যিনি একাধারে একজন কবি,নাট্যকার,গীতিকার, ঔপন্যাসিক,চলচ্চিত্রকার। তার পরিচালিত প্রায় হাজারের ওপর নাটক বিভিন্ন টেলিভিশনে প্রচারিত হয়েছে, তার লেখা গল্প ও চিত্রনাট্যে শতাধিক চলচ্চিত্র নির্মাণ হয়েছে বিভিন্ন সময়ে নানা পরিচালকের মাধমে।
ফেরদৌস হাসান যার পুরো নাম আকতার ফেরদৌস রানা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা। বর্তমান দেশের মিডিয়া অঙ্গনে ফেরদৌস হাসান এক আলোচিত নাম। প্রতিবারের মতো তার রচিত উপন্যাস “ডাক দিয়ে যায়” এবারের বই মেলায়ও সর্বাধিক বিক্রিত বই হিসেবে সাড়া ফেলবে এবং পাঠকের প্রশংসা কুড়াবে বলে আশা করা যাচ্ছে।
ফেরদৌস হাসান রানা রচিত উপন্যাস “ডাক দিয়ে যায়” বইয়ের প্রচ্ছদ একেছেন ধ্রব এষ। প্রকাশক মোঃ হাবিবুর রহমানের জিনিয়াস পাবলিকেশন থেকে বইটি প্রকাশিত হয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সঞ্চালনা করেছেন লেখক পত্নী জিনিয়া রুনা।