নিউজ২১ডেস্কঃ আজ বুধবার (১৫ জানুয়ারি) বিকাল ৫টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে প্রবীণ সাংবাদিক আমিনুল ইসলাম বেদুর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। রোববার (১২ জানুয়ারি) ভোর ৫টায় রাজধানীর একটি হাসপাতালে প্রবীণ এই সাংবাদিক ইন্তেকাল করেন। তিনি ডায়াবেটিস ও হার্টের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
.
এর আগে দুপুর ১:৪০ মিনিটে উত্তরা তিন নম্বর সেক্টরের আল মাগফিরাহ মসজিদ প্রাংগনে, প্রবীণ সাংবাদিক মরহুম আমিনুল ইসলাম বেদু সাহেবের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য, বাসস এর বার্তা সম্পাদক সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম বেদু’কে জানাজা নামাজ শেষে শ্রদ্ধা জানালো জাতীয় প্রেসক্লাব,চট্টগ্রাম সাংবাদিক ফোরাম ও বাংলাদেশ অনলাইন মিডিয়া এ্যাসোসিয়েশন।
চ্যানেল আই প্রাঙ্গণে সাংবাদিক আমিনুল ইসলাম বেদুর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

চ্যানেল আই প্রাঙ্গণে প্রবীণ সাংবাদিক, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ সংবাদ সংস্থার বার্তা সম্পাদক এবং বহুল আলোচিত সাপ্তাহিক সাম্প্রতিকের প্রতিষ্ঠাতা ও প্রকাশক আমিনুল ইসলাম বেদুর জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রবীণ এই সাংবাদিকের ২য় জানাজা।
এরপর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে প্রবীণ সাংবাদিকের তৃতীয় জানাজা শেষে প্রবীণ সাংবাদিক আমিনুল ইসলাম বেদুর মৃত্যুর আগে তার মরণোত্তর দেহ দানের প্রতিশ্রুতি অনুযায়ী মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পরিবারের পক্ষ থেকে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, রোববার (১২ জানুয়ারি) ভোর ৫টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি ডায়াবেটিস ও হার্টের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
এছাড়া তিনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের উপদেষ্টা, উত্তরা সোসাইটির প্রতিষ্ঠাতা আহবায়ক, উত্তরা রবীন্দ্র সঙ্গীত সম্মীলন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
তিনি দীর্ঘ ৩৬ বছর এপিপি ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ সংবাদ সংস্থার বার্তা সম্পাদক এবং বহুল আলোচিত সাপ্তাহিক সাম্প্রতিকের প্রতিষ্ঠাতা ও প্রকাশক ছিলেন। তিনি দেশের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম সময়ের কণ্ঠস্বরের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
১৯৩০ সালে চট্টগ্রাম জেলার আনোয়ারার ভিংরোল গ্রামে জন্মগ্রহণ করেন আমিনুল ইসলাম বেদু। তিনি বাংলাদেশ মানবতাবাদী সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক নির্বাহী সভাপতি। একইসঙ্গে তিনি বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সাবেক নির্বাহী সভাপতি। বাংলা একাডেমির আজীবন সদস্য। তিনি রবীন্দ্র একাডেমির অন্যতম উদ্যোক্তা ও সহ-সভাপতি। উত্তরা সাহিত্য পরিষদেরও সভাপতি তিনি। ১৯৯৯ সালে ‘সাকিয়াত’ সাপ্তাহিক কর্তৃক সাংবাদিকতার জন্য সম্মাননা লাভ করেন। চট্টগ্রাম সমিতিও তাকে গুণিজন সম্মাননায় ভূষিত করে।
আমিনুল ইসলাম বেদু ৬টি সাহিত্য সমালোচনামূলক প্রবন্ধ গ্রন্থের লেখক এবং ‘দ্য নিউজম্যান’ নামে সাংবাদিকতার ওপর সহায়ক একটি গ্রন্থের জন্য বিশেষভাবে সমাদৃত।
দেশের প্রবীণ এই সাংবাদিক ও খ্যাতিমান সাহিত্যিক সাংবাদিককে হারিয়ে জাতি আজ শোকের সাগরে ভাসছে।