খেলাধুলা ডেস্ক:
প্রথমবারের মতো যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন। সেই দায়িত্ব বুঝে নিতেই আগামীকাল রোববার প্রথমবারের মতো অফিস করবেন তিনি।
সকাল ১০ টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিজ দপ্তরে যোগদান করার কথা রয়েছে তার। মন্ত্রণালয়ে যাওয়ার পর সেখানে সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি পর্ব সারবেন তিনি।
পরবর্তীতে দুপুর ২ টার দিকে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় মিলিত হবেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া মন্ত্রী।
এসময় তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও জানাতে পারেন পাপন।
এর আগে, গত ১১ জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন পাপন।
দীর্ঘদিন সাফল্যের সঙ্গে ক্রিকেটের সঙ্গে জড়িত থাকায় তার হাত ধরে ক্রীড়া ক্ষেত্রে অভাবনীয় সাফল্য পাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন প্রত্যাশা এখন এমটাই।