পূর্বাচল সী-শেল পার্কে ২৮ ফেব্রুয়ারী বোমা’র ‘ফ্যামিলি ডে’

204
ঢাকাঃ আগামী ২৮ ফেব্রুয়ারী, বৃহঃবার,সকাল ৮টা, সী-শেল পার্ক & রির্সোটে বোমা ‘ফ্যামিলি ডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ অনলাইন মিডিয়া এ্যাসোসিয়েশনের ‘ফ্যামিলি ডে-২০২৪ইং আয়োজন করা হয়েছে। পূর্বাচল সিটির ৩ নম্বর সেক্টরের গুটিয়াব’র নয়নাভিরাম সী-শেল পার্ক & রির্সোটে আগামী ২৮ ফেব্রুয়ারী, বৃহঃবার,সকাল ৮টায় ।

৭ম বারের মতো বোমা’র পারিবারিক এই বনভোজনকে “আনন্দদায়ক মিলনমেলায়” রুপ দিতে “ফ্যামিলি ডে-২০২৪” উদযাপন কমিটিও সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সভাপতি,একেএম শরিফুল ইসলাম খান। বোমা’র সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত হয়ে ফ্যামেলি ডে- ২০২৪ইং অংশগ্রহনের জন্য সনির্বন্ধ অনুরোধ জানিয়েছেন বোমা’র সাধারণ সম্পাদক শাহাদাৎ স্বপন।

তিনি জানান অনলাইন গণমাধ্যমের সকল পর্যায়ের সাংবাদিকের এক মিলন মেলায় পরিণত হতে যাচ্ছে এবারের বোমা ‘ফ্যামিলি ডে-২০২১ইং । এবারের বোমা ‘ফ্যামিলি ডে-২০২৪ইং উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে, যোগাযোগ ও সেতু মন্ত্রী, ওবায়দুল কাদের (এমপি) তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী,জনাব মোহাম্মদ আলী আরাফাত (এমপি),বাণিজ্য প্রতিমন্ত্রী,জনাব আহসানুল ইসলাম (টিটু) এমপি, ইকবাল সোবহান চৌধুরী,  বাসস, এমডি, আবুল কালাম আজাদ, বিফেজেইউ এর সভাপতি জনাব ওমর ফারুক, বিশিষ্ট সাংবাদিক নাঈমুল ইসলাম খান, এবং বোমার প্রতিষ্ঠাতা সভাপতি জয়ন্ত আচার্যে।

 

পূর্বের খবরভারত-চীনের মধ্যে ভারসাম্য রক্ষা করা সহজ হবে না: এম হুমায়ুন কবির
পরবর্তি খবরসীমান্তে অস্থিরতা দেখা দিলেও সরকার প্রতিবাদ করতে পারে না: গয়েশ্বর