নিজস্ব প্রতিবেদনঃ গতকাল ৫ অক্টোবর, বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেল নন্দিত টিভি নাট্যকার, নির্মাতা ও কথাসাহিত্যিক ফেরদৌস হাসানের ৬৪তম জন্মোৎসব। বাইরে প্রচন্ড বৃষ্টি আর ঝড়ো বাতাস। কিন্তু দর্শক- শ্রোতা পরিপূর্ণ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে সবাই উপভোগ করছিল মিডিয়া ব্যক্তিত্ব আবদুন নূর তুষারের প্রাণবন্ত উপস্থাপনা সমৃদ্ধ চমৎকার এই আয়োজন। ছিল ফেরদৌস হাসানের সৃজনশীল সাংস্কৃতিক কর্মকান্ড নিয়ে এক চমৎকার ডকুমেন্টারি, ৩০০ পৃষ্ঠা সম্বলিত স্মারক সম্মাননা গ্রন্থের মোড়ক উন্মোচন, উপস্থিত নাট্য ও সাহিত্যাঙ্গনের অতিথিবৃন্দের মূল্যায়নধর্মী বক্তব্য ও স্মৃতিচারণ। ছিল গান আর নাচ। অনুষ্ঠানের কয়েকটি ছবি।
প্রথম ছবিতে ফেরদৌস হাসানের কজন কাছের বন্ধু যথাক্রমে সানোয়ার সনি, আমিনুর রহমান বাচ্চু, মাসুম ওয়াদুদ, শাহ মাসুদ বকুল, আমি, সবুর খান, মাহতাবউদ্দীন, আবুল কাশেম আর শরীফ সাদী ফুলের তোড়া উপহার দিয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয় ছবিটি জন্মদিন উপলক্ষ্যে প্রকাশিত স্মারক সম্মাননা গ্রন্থের প্রচ্ছদ যেখানে মোট ৮৫ জনের লেখা সংকলিত করা হয়েছে।
সম্মাননাগ্রন্থ কমিটির সভাপতি কবি আসাদ মান্নান। সম্পাদক শাকির সবুর। সম্পাকমণ্ডলীতে রয়েছেন যথাক্রমে হাসনাত আমজাদ, মনি হায়দার, শেখ মেহেদী হাসান, জয়দীপ দে ও সৈয়দ তৌফিক জহুরী। ৩য় ছবিতে ফেরদৌস হাসানকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন বিশিষ্ট অভিনেত্রী দিলারা জামান। পাশে রয়েছেন কবি আসাদ মান্নান আর জিনিয়া রুনা। শেষ ছবিতে নৃত্য পরিবেশন করছে তাজরুবা ফেরদৌস জল।