নতুন মন্ত্রী পরিষদের শপথ নিতে যাচ্ছেন যারা

67

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শপথ নেয়ার জন্য নতুন মন্ত্রিত্বের দায়িত্বে রয়েছেন তাদেরকে বার্তা পাঠানো হয়েছে।

এর আগে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন ফোন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ নেয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। যারা মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন তাদেরকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে টেলিফোনে জানানো হচ্ছে।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ-সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়ে তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে জারি করা হয় প্রজ্ঞাপন।

মন্ত্রী – প্রতিমন্ত্রী হচ্ছেন যারা সম্ভব্য তালিকাঃ ১. আ. ক. ম মোজাম্মেল হক (গাজীপুর-১) ২. ওবায়দুল কাদের (নোয়াখালী-৫) ৩. নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪) ৪. আসাদুজ্জামান খান কামাল (ঢাকা-১২) ৫. ডা. দীপু মনি (চাঁদপুর-৩) ৬. মো. তাজুল ইসলাম (কুমিল্লা-৯) ৭. মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১) ৮. আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪) ৯. আনিসুল হক (বাহ্মণবাড়িয়া-৪) ১০. মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭) ১১. মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪) ১২. সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১) ১৩. র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩) ১৪. মো. আব্দুর রহমান (ফরিদপুর-১) ১৫. নারায়ন চন্দ্র চন্দ (খুলনা-৫) ১৬. আব্দুস সালাম (ময়মনসিংহ-৯) ১৭. মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯) ১৮. ফরহাদ হোসেন (মেহেরপুর-১) ১৯. ফরিদুল হক খান (জামালপুর-২) ২০. মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২) ২১. সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯) ২২. জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩) ২৩. নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬) এবং টেকনোক্র্যাট মন্ত্রী দুজন হচ্ছেন- ২৪. স্থপতি ইয়াফেস ওসমান ২৫. সামন্ত লাল সেন প্রতিমন্ত্রী ১. বেগম সিমিন হোমেন (রিমি) (গাজীপুর-৪) ২. নসরুল হামিদ (ঢাকা-৩) ৩. জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩) ৪. মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭) ৫. মো. মহিববুর রহমান (পটুয়াখালী-৪) ৬. খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২) ৭. জাহিদ ফারুক (বরিশাল-৫) ৮. কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি) ১৯. বেগম রুমানা আলী (গাজীপুর-৩) ১০. শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২) ১১. আহসানুল ইসলাম (টিটু) (টাঙ্গাইল-৬)

পূর্বের খবরশাহরুখের নতুন রেকর্ড
পরবর্তি খবরব্রাজিলের দায়িত্ব এখন দরিভালের হাতে